Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সিরিয়াল নিয়ে দালালদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসে সিরিয়াল নিয়ে দালালদের সাথে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে দালালসহ ৫ জন আহত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। জানা যায়, হবিগঞ্জ জেলাসহ বিভিন্ন উপজেলা থেকে প্রতিদিন সকালে শত শত গ্রাহকরা পাসপোর্টের কাগজপত্র জমা দেওয়ার জন্য ২নং পুলস্থ পাসপোর্ট অফিসে আসেন। লোকজন বেশি হওয়ায় পাসপোর্ট অফিস থেকে লাইনে দাড়ানোর জন্য বলা হয়। বাধ্য হয়ে লোকজন লাইনে দাড়িয়ে সিরিয়ালের জন্য অপেক্ষা করেন। কিন্তু এলাকার কিছু বখাটে যুবক এই সিরিয়ালকেই ব্যবসার মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছে। যারা আগের দিন রাতে লাইনের জন্য ইট ও কাগজ বিছিয়ে রাখে। যাতে মনে হয় এখানে আগে থেকেই কেউ অপেক্ষমান রয়েছে। আর এসব রাতভর পাহাড়া দেয় বখাটেদেরই এক প্রতিনিধি। ভোর থেকেই লাইনে দাড়ানোর জন্য ভিড় হলে সিরিয়াল অনুযায়ী দাড়াতে চাইলে ওইচক্রটি তখন বাঁধা দেয় এবং তাদেরকে টাকা দিলেই লাইনে দাড়ানোর সুযোগ করে দেয়া হয়। এ নিয়ে প্রায়ই দালালদের মাঝে বাকবিতন্ডা হয়। প্রতিদিন রাত ১২টার পর থেকে সিরিয়াল দালালদের দখলে চলে যায়। গ্রাহকরা সিরিয়াল পেতে গুনতে হচ্ছে ৫শ থেকে ১ হাজার টাকা। অনেক গ্রাহকরা ফজরের আযানের আগে পাসপোর্ট জমা দিতে লাইনে দাড়াতে চাইলে তখনই দালালরা তাদের কাছে টাকা দাবি করে। স্থানীয় কতিপয় যুবক আগের দিন সন্ধ্যা থেকে পরেরদিন সকাল ৭টা পর্যন্ত গেটের বাইরে লাইনে ইট বিছিয়ে জায়গা দখল করে রাখে। পরে সকালে দুর দুরান্ত থেকে আসা পাসপোর্ট জমা দিতে আসা লোকজন লাইনে দাড়াতে চাইলে ওই চক্রের সদস্যদের কাছ থেকে ৫শ থেকে ১ হাজার টাকায় সিরিয়াল কিনতে হয়। তাদের সাথে রয়েছে গেইটের কতিপয় আনসার সদস্য। প্রসঙ্গত, সম্প্রতি বিভিন্ন অনিয়মের অভিযোগের কারণে র‌্যাব-৯ অভিযান চালিয়ে বেশ কয়েকজন দালালকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে কারাদ- দিলেও কিছুদিন বন্ধ থাকার পর দালালরা জামিনে বেরিয়ে এসে পুনরায় এসব করছে। এ বিষয়ে পাসপোর্ট অফিসের এডি ডালিয়া আক্তারকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।