Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউনিয়ন নির্বাচনী হালচাল-৭ ॥ করগাঁও ইউনিয়নে বর্তমানেই আস্থা জনগণের ॥ লড়াই হবে দ্বিমুখী

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে উপজেলার ভোটার সংখ্যায় সবচেয়ে বেশি ভোটার ওই ইউনিয়নের। ক্রাইমজোন খ্যাত করগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। নবীগঞ্জের করগাঁও ইউনিয়নের এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ৫ জনের মাঝে ২ জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারন ভোটারদের।
স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান বিএনপির নেতা ছাইম উদ্দিন (আনারস), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান (নৌকা), আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী নবীগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ ইসহাক (মোটর সাইকেল), জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম(লাঙ্গল), প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন। এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ২২ হাজার ৪১৫ জন। তন্মধ্যে পুরুষ ১১ হাজার ৩৮৭ জন ও মহিলা ১১ হাজার ২৮ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকা। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৫ জনই সমানে সমান। ভোটের দিন যত ঘনিয়ে আসছে ততই পাল্টে যাচ্ছে ভোটের হিসাব নিকাশ। আওয়ামীলীগের হেভিওয়েট ২ জনই প্রার্থী এখানে নির্বাচন করায় বর্তমানেই সাধারণ ভোটারদের আস্থা। সাধারণ ভোটার মনে করচ্ছেন ভোটে শেষ পর্যন্ত রানা (ঘোড়া) আর ছাইম উদ্দিনের (আনারস) লড়াই হবে। উল্লেখ্য যে, রানা বিগত নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে করে প্রায় ৩ শতাধিক ভোটের ব্যবধানে পরাজিত হন। এবারের নির্বাচনে রানা নৌকার প্রতিকের জন্য দলীয় ফরম কিনলে নৌকা পেতে বঞ্চিত হন। দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে তিনি নির্বাচন করছেন। দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে নির্বাচন করায় এবারের নির্বাচন রানার জন্য অস্তিত্বের লড়াই। তবে ওই ইউনিয়নের আওয়ামীলীগ পরিবারের লোকজন যদি নৌকা প্রতিকেই তাদের ভোট অধিকার প্রয়োগ করেন তাহলে বজলুর রহমানের নৌকা মূল লড়াই চলে আসবেন এবং ব্যাকফুটে চলে যাবেন আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী রানা। এ ইউনিয়নের মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন (আনারস), আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান নৌকা, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী নির্মলেন্দু দাশ রানা ঘোড়া মার্কার। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। দলীয় নেতা কর্মীরা দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম,পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এবং জনমতে এগিয়ে আছেন স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন (আনারস), আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী নির্মলেন্দু দাশ রানা (ঘোড়া)। কোন অংশে কম নয় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান নৌকাও। সাধারন ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়।ভোটাররা বলছেন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন আনারস, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বজলুর রহমান নৌকা, আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী নির্মলেন্দু দাশ রানা ঘোড়ার লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ ইসহাক (মোটর সাইকেল), জাতীয় পার্টি মনোনিত প্রার্থী মোঃ সাইফুল ইসলাম (লাঙ্গল) প্রচার প্রচারনায় থেমে নেই। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী ৫ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে সরকার দলীয় প্রতিক (নৌকা)ও জনগনের আস্থা ও ভালবাসায় বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন (আনারস), আওয়ামীলীগের বিদ্রোর্হী প্রার্থী নির্মলেন্দু দাশ রানা (ঘোড়া) ও রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। ২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল সদর ইউনিয়ন নিয়ে ৮ম পর্ব।