Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নির্বাচন সামনে রেখে আনসার ভিপিডি অফিসের বানিজ্য

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়নে আগামী ২৮ নভেম্বর অনুষ্টিতব্য নির্বাচনকে সামনে রেখে উপজেলা আনসার ভিডিপি অফিস এবং কমান্ডারদের বানিজ্য শুরু হয়েছে। এমন অভিযোগ পাওয়া যাচ্ছে অহরহ। নির্বাচনে আনসার সদস্যদের ডিউটির জন্য মনোনিত সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৫০০/৭০০ টাকা করে নেয়া হচ্ছে। আবার ওই কমান্ডারগণ ৫/৬ জন দিয়ে একটি করে গ্রুপ আনতে আনসার ভিডিপি কর্তা ব্যক্তিদের ১ হাজার টাকা করে দিতে হচ্ছে। উপজেলায় ১৩টি ইউনিয়নে কমপক্ষে ১৩৫টি গ্রুপ তৈরী করে ডিউটি করানোর কথা রয়েছে। ফলে প্রায় দেড় লাখ টাকা যাচ্ছে আনসার ভিডিপি কর্তাদের পকেটে। সমপরিমান বা তার অধিক টাকা পাচ্ছেন দলনেতা বা কমান্ডারগণ। ক্ষতিগ্রস্থ হচ্ছেন আনসার সদস্যরা। যারা মাথার ঘাম পায়ে পেলে দিবারাত্রী পরিশ্রম করে ডিউটি করবেন। সূত্রে জানা গেছে, প্রতি নির্বাচন ও শারদীয় দূর্গা পুজার ডিউটির সময় একই ভাবে আনসার সদস্যদের ডিউটি দেয়া হয়। কমান্ডার বা দলনেতাদের টাকা না দিলে সদস্যদের নাম দেয়া হয়না। যারা টাকা দিবেন তাদেরকেই নেয়া হয় ডিউটিতে। ফলে অসহায় গরীব লোকজন বাধ্য হয়েই ঋনের বুঝা মাথায় নিয়ে দার কর্জ করে তাদের হাতে তোলে দেন দাবীকৃত টাকা। এতে হয়রানীর শিকার হচ্ছেন সদস্যরা। এ ব্যাপারে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আব্দুল আউয়াল এমন অভিযোগ অস্বীকার করেন। নাম অপ্রকাশের শর্তে একজন কমান্ডার বলেন, গ্রুপ আনতে গিয়ে অফিসে প্রতি গ্রুপে হাজার, পনের শত টাকা দিতে হয়। ওই টাকা যোগান দিতেই বাধ্য হয়ে সদস্যদের কাছ থেকে টাকা নিতে হয়।