Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইউনিয়ন নির্বাচনী হালচাল-৩ ॥ ইনাতগঞ্জ ইউনিয়নে লড়াই হবে ত্রিমুখী

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আগামী ২৮ই নভেম্বর নবীগঞ্জ উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। তন্মধ্যে ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়ছেন ৫ জন প্রার্থী। তবে এই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বজলুর রশীদ বজলু এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন না। নবীগঞ্জের আলোচিত প্রবাসী অধ্যুষিত ইনাতগঞ্জ ইউনিয়নের এবারের নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর ৫ জনের মাঝে ৩ জনের মাঝে লড়াই হবে বলে ধারনা সাধারন ভোটারদের। ইউপি নির্বাচনে-আওয়ামীলীগ মনোনীত প্রার্থী সাবেক ইউপি সদস্যও ইউপি যুবলীগের সভাপতি মোঃ আছাবুর রহমান জীবন (নৌকা), আওয়ামীলীগ বিদ্রোর্হী প্রার্থী মোঃ ছায়েদ উদ্দিন (মোটর সাইকেল), আওয়ামীলীগ বিদ্রোর্হী প্রার্থী মোঃ নোমান হোসেন (ঘোড়া), আওয়ামীলীগ বিদ্রোর্হী প্রার্থী মস্তফা কামাল (আনারস), জাতীয় পার্টির মোঃ শাহিন আহমদ (লাঙ্গল) প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে লড়ছেন।
এ ইউনিয়নে মোট ভোটার হচ্ছেন ১৯ হাজার ৯২৩ জন। তন্মধ্যে পুরুষ ৯ হাজার ৭৬৮ জন ও মহিলা ১০ হাজার ১৫৫ জন। ইতিমধ্যে প্রার্থীদের প্রচারনায় সরগরম হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। মাইকিং পোষ্টার লিফলেট চেয়ে গেছে নির্বাচর্নী এলাকা। প্রত্যেক প্রার্থী এখন ব্যস্ত সময় কাটাচ্ছেন। প্রচারণায় ৫ জনই সমানে সমান। তবে এ ইউনিয়নের মূল লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী মোঃ ছায়েদ উদ্দিন (জায়দুল) মোটর সাইকেল ও নোমান হোসাইন ঘোড়া মার্কার। টাকার জোড়ে এগিয়ে আছেন মস্তফা কামাল (আনারস)। তবে আওয়ামীলীগ সমর্থিত নৌকা প্রতীকের আছাবুর রহমান জীবনের অবস্থা দিন দিন খারপ হচ্ছে বলে সচেতন মহল বলেছেন। ওই ইউনিয়ের বিএনপি সমর্থিত কোন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নেই তাই বিএনপির ভোট ফ্যাক্টর। আছাবুর নৌকা প্রতীক হওয়ার কারনে বিএনপির লোকজন তরুন সমাজের প্রতিনিধি জনগনের মনোনিত চেয়ারম্যান বিভিন্ন সামাজিক সংগঠেনের নেতা ও বিশিষ্ট্য ব্যবসায়ী এবং গরীব অসহায় লোকজনের বিপদের বন্ধু নোমান হোসাইন ঘোড়া প্রতীক ও মোঃ ছায়েদ উদ্দিনের ভোট প্রয়োগ করার আগ্রহ রয়েছে। প্রার্থীদের অব্যাহত প্রচারণায় দিন দিন বদলে যাচ্ছে ভোটের সমীকরন। দলীয় নেতা কর্মীরা দলের প্রার্থীকে বিজয়ী করতে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছেন দিন-রাত। গ্রাম, পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা ভোর হতে মধ্যরাত পর্যন্ত। এর মধ্যে এখন পর্যন্ত প্রচারণায় এগিয়ে আছেন স্বতন্ত্র মোঃ ছায়েদ উদ্দিন ও নোমান হোসাইন। কোন অংশে কম নয় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী মোঃ আছাবুর রহমান জীবন। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে এমন তথ্য পাওয়া যায়। ভোটাররা বলছেন অবাধ সুষ্টু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে স্বতন্ত্র প্রার্থীর মোঃ ছায়েদ উদ্দিন ওনোমানের লড়াই ইতি মধ্যেই জমে উঠেছে। তবে আওয়ামীলীগের সমর্থিত প্রার্থী মোঃ আছাবুর রহমান জীবন, স্বতন্ত্র প্রার্থী মোস্তফা কামাল প্রচার প্রচারনায় থেমে নেই। সাধারণ ভোটারদের সাথে আলাপ করে জানা যায় এ ইউনিয়নে প্রতিদ্বন্দী ৫ জনই নিরসভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন। ফলে সরকার দলীয় প্রতিক (নৌকা) ও জনগনের ভালবাসায় ছায়েদ উদ্দিন (মোটর সাইকেল) তরুন প্রজন্মের ভোটের সমর্থনে নোমান হোসাইন (ঘোড়া) রয়েছেন আলোচনার কেন্দ্র বিন্দুতে। তবে টাকা জুড়ে মস্তফা কামালের আনারস প্রতিক বিজয়ী হলে হলে অবাক হওয়ার কিছু নেই।২৮ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে উৎসব আমেজে ভোট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ভোটারা। আগামীকাল থাকছে নির্বাচনী হালচাল দীঘলবাক ইউনিয়ন নিয়ে ৪য় পর্ব।