Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জে নাফকো হাইব্রিড ধান-২ বীজ ক্রয় কৃষকরা প্রতারিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে নাফকো হাইব্রিড ধান-২ বীজে গেড়া না গজায় কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। এতে কৃষকরা অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সূত্র জানায়, চলতি বোরো মওসুমে হবিগঞ্জ জেলার ৯টি উপজেলার কৃষকরা নাফকো হাইব্রিড ধান-২ ধানের বীজ বিক্রয় করেন চারা উৎপাদনের জন্য। কিন্তু কৃষকরা যখন ধান বীজগুলো গেড়া উঠার জন্য পানিতে ভিজিয়ে রাখছেন তখন ধানের বীজে গেড়া আসছে না। এতে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। বানিয়াচং উপজেলার পুকড়া ইউয়িনের অধিকাংশ কৃষকরাই নাফকো হাইব্রিড ধান-২ বীজ ক্রয় করেছেন। কিন্তু ধান বীজ যখন পানি ভিজিয়ে রাখার ৫ দিনের গেড়া উঠছে না। গেড়া না উঠায় ধানের বীজ তলা তৈরী করতে পারছেন না। এ ব্যাপারে বানিয়াচং উপজেলার নাগুরা গ্রামের দরিদ্র কৃষক প্রাণেশ দাশ জানান, সপ্তাহ খানেক আগে নতুন খোয়াই বীজ এলাকার মেসার্স মোল্লা স্টোর এসেছিলেন বীজ ক্রয় করা জন্য। এ সময় আমি জনকরাজ ক্রয় করতে চাইলে মোল্লা স্টোর এর ম্যানেজার আমাকে ৪ কেজি নাফকো হাইব্রিড ধান-২ বীজ দিয়ে আমার কাছ থেকে ১২শ টাকা দাম নেন। আমি প্যাকেটগুলো বাড়িতে নিয়ে ৫ দিন পর খুলে দেখি বীজগুলো পুরাতন দেখা যাচ্ছে। তারপর কৃষিবিদদের নিয়ম মেনেই আমি পানি ভিজিয়ে রাখি। ২/৩দিনের ভিতরে ধান বীজের গেড়া (ফুল) দেখা গেলেও এ ধান বীজগুলো পানিতে ভেজানোর ৫দিন পার হয়ে গেলেও গেড়া উঠেনি। পরে আমি এলাকার আরো কয়েকজন কৃষকদের বীজগুলো দেখাই। তারা জানান, এ বীজগুলোতে চারা (ধানের হালি) হবে না। পরে আমি এ বিষয়টি বীজ বিক্রিতাদের অবগত করি। তিনি বলেন-শুধু আমি নয়, আমার বড় ভাই পরেশ দাশ ৪ কেজি এ ধান বীজ ক্রয় করেছিলেন। তিনি আমার মত প্রতারণার শিকার হয়েছে। এ ব্যাপারে কৃষক পরেশ দাশ জানান, চৌধুরী বাজার নতুন খোয়াই মুখ এলাকার সফিকুল ইসলামের দোকান থেকে ৪ কেজি নাফকো হাইব্রিড ধান-২ ক্রয় করে আনি। ভেজানোর পর ধান বীজগুলোতে গেড়া গজায়নি। এতে আমার ১২শ টাকা ক্ষতি হয়েছে। এখন আবারও ধান বীজ ক্রয় করতে হবে। তিনি নাফকো ধান বীজ ক্রয় না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।