Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে শিক্ষা ক্ষেত্রে ঘটে গেছে বিপ্লব-এমপি মজিদ খান

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের বেসরকারি সদস্যদের বিল ও বেসরকারি সিদ্ধান্ত প্রস্তাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অ্যাড. মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, সারা দেশের ন্যায় বানিয়াচং আজমিরীগঞ্জেও শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। প্রত্যন্ত এলাকায় থেকেও শিক্ষার্থীরা তথ্য-প্রযুক্তি নির্ভর আধুনিক শিক্ষা গ্রহন করার সুযোগ পাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার উন্নয়নে সব ধরনের ব্যয়কে বিনিয়োগ হিসেবে নিয়েছেন। ভবিষ্যত প্রজন্মকে একটি শিক্ষিত ও দক্ষ জাতি হিসেবে তৈরী করতে সরকার আন্তরিকতার সাথে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের গণমুখী কার্যক্রমের ফলে বিভিন্নখাতে অভূতপূর্ব সামাজিক অর্থনৈতিক উন্নতি হয়েছে। শিক্ষা ক্ষেত্রে ঘটে গেছে বিপ্লব, যা আজ সর্বত্র দৃশ্যমান।
গতকাল বুধবার বানিয়াচং উপজেলা সদরে মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় ২ কোটি টাকা ব্যয়ে ৪ তলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। এছাড়াও অত্র উপজেলায় ২ কোটি টাকা ব্যয়ে সুরভী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন ও পূর্বগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন উদ্বোধন করেন। মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের সভাপতি মিজানুর রহমান খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ আবুল কাশেম চৌধুরী, সুফিয়া মতিন মহিলা কলেজের অধ্যক্ষ, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, আমবাগান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল ভূষণ রায়, সন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আকবর চৌধুরী, আলীয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপ্যাল মওলানা আতাউর রহমান, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোঃ ইমরান হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শুকুরআনা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শফিকুর ইসলাম সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজম্মুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক, শাহজাহান মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক আবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কৃষ্ণ দেব, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, সাংগঠনিক সম্পাদক সাহিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরফ সোহেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর হোসেন খান মামুন, মোবারক মেম্বার প্রমুখ।