Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ে হাওর অঞ্চলে নির্মিত হচ্ছে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্র

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পৃথিবীর বৃহত্তর গ্রাম বানিয়াচং উপজেলার ভাটি অঞ্চলের বিভিন্ন দর্শনীয় স্থানে নির্মিত হচ্ছে ভাটি দেশের কইন্যা চলচ্চিত্র। নবীন প্রবীণ অভিনেতা দের নিয়ে সপ্তাহব্যাপী পুরোদমে চলছে চলচ্চিত্রের শুটিং।
বাংলাদেশ লোকসংস্কৃতি ফোরামের ব্যানারে নির্মিত ভাটিদেশের কন্যা চলচ্চিত্র এতে সংলাপ ও পরিচালনায় করেছেন সৈয়দ রাশিদুল হক রুজেন,অভিনয় করেছেন নবাগত জুটি মূল নায়কের চরিত্রে সাহিল খান ও নায়িকা জোনাকী, চলচ্চিত্রের কাহিনী মোস্তাক আহমেদ, সংগীত পরিচালনা করেছেন আকরাম আলী, নৃত্য পরিচালনায় গৌতম আচার্য্য, কন্ঠ দিয়েছেন লাক্স তারকা তন্বী দেব, কাজী শিউলী ও আকরাম আলী,এটি একটি ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম। এছাড়াও সৈয়দ রাশিদুল হক রুজেন একাধিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরুস্কার প্রাপ্ত অভিনেত্রী খালেদা আক্তার কল্পনাকে নিয়ে মুক্তিযোদ্ধ ভিত্তিক গল্প নিয়ে রক্তাক্ত চিঠি, গ্রাম বাংলার শিল্পীদের জীবন ভিত্তিক গল্প নিয়ে দোতারা,গ্রামীন দাঙ্গা নিয়ে পরিণাম, যৌতুকের গল্প নিয়ে বলি, বাল্য বিবাহ নিয়ে পরিণতি, ইভটিজিং নিয়ে উত্যক্ত, মাদক নিয়ে নেশা, মোবাইল ফোনের অপব্যাবহার নিয়ে আসক্তি,মত কাজগুলি ইতিপূর্বে করেছেন যা সর্বমহলে প্রশংসা কুড়িয়েছে।