Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে জমে উঠেছে ইউপি নির্বাচন কুর্শি ইউনিয়নে নৌকার মাঝি লন্ডনে !

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের গণসংযোগ, প্রচার-প্রচারনায় সরব হয়েছে নবীগঞ্জ উপজেলার জনপদ। প্রত্যেকটি ইউনিয়নে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যদের প্রচারনায় মখরিত হয়ে উঠেছে সর্বত্র। ভোটারদের দ্বারে দ্বারে দোয়া-আশির্বাদ, কুশল বিনিময়, ভোট প্রার্থনা করছেন প্রার্থীরা। আনুষ্ঠানিকভাবে বিএনপি স্থানীয় এই নির্বাচনে অংশ না নিলেও নবীগঞ্জ উপজেলার আওয়ামীলীগের প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থীদের মাঝে লড়াই জমে উঠেছে। এদিকে নবীগঞ্জ উপজেলার আলোচিত ৬নং কুর্শি ইউনিয়ন পরিষদের নির্বাচনী প্রচারনায় মাঠে নৌকা আছে, কিন্তু মাঝি নেই। বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি যুক্তরাজ্য প্রবাসী আলী আহমদ মুসা ১ নভেম্বর দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন ফরম জমা দিয়ে ওইদিন রাতেই যুক্তরাজ্য চলে যান। আলী আহমেদ মুসা নির্বাচন মাঠ ছেড়ে এভাবে লন্ডন চলে যাওয়ার ঘটনায় দলীয় নেতা-কর্মীদের মাঝে যেমনি দেখা দিয়েছে চরম হতাশা তেমনি নবীগঞ্জ উপজেলার সর্বত্র চলছে নানান গুঞ্জন। নির্বাচনের আগে তিনি দেশে ফিরবেন কি না তা নিয়েও সংশয় রয়েছে। তবে বিশ^স্থ সূত্রে জানা গেছে, ব্যক্তিগত সফরে এক সপ্তাহের জন্য লন্ডন আলী আহমেদ মুসা। আগামী ১৭ নভেম্বর তিনি দেশে ফিরে নির্বাচনী মাঠে হাল ধরবেন। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক আওয়ামীলীগ নেতা জানান, এবারের নির্বাচনে তার সমন্ধিক অপর লন্ডন প্রবাসী কমিউনিটি নেতা বিশিষ্ট সমাজ সেবক আব্দুল মুকিতও (বিদ্রোহী) চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ফলে তার পারিবারিক চাপেই মূলত মুসা তড়িঘড়ি লন্ডন চলে গেছেন। সেখানে তার পরিবারের লোকজনদের বুঝানোর চেষ্টা করছেন। বর্তমানে ওই ইউনিয়নে নির্বাচনের মাঠ সরব করে তোলেন সাবেক চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ, বিদ্রোহী প্রার্থী লন্ডন প্রবাসী আঃ মুকিত, লন্ডন প্রবাসী শামছুল হুদা মাঠ চষে বেড়াচ্ছেন। নির্বাচনে মনোনয়ন দাখিলের সাথে সাথে নবীগঞ্জের ইতিহাসে এই প্রথম কোন প্রার্থী দেশের বাহিরে গেলেন। এ ব্যাপারে আলী আহমদ মুছা বলেন, তার অসুস্থ মা ও পরিবারের লোকদের সাথে স্বাক্ষাৎ করতেই লন্ডনে যান। আগামী ১৭ নভেম্বর তিনি দেশে ফিরবেন। তিনি দলীয় নেতাকর্মীদের হতাশ না হয়ে মাঠে কাজ করার আহ্বান জানান। এ ছাড়া উপজেলার সর্বত্র আগামী ২৮ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নির্ঘুম প্রচারনা চলছে। হাটে-মাঠে, হোটেল-রেস্তোরা সবখানেই নির্বাচনী আলোচনায় সরব উপজেলার জনপদ। আগামী ১১ তারিখ প্রার্থীদের প্রতীক বরাদ্ধ দেয়ার কথা রয়েছে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ট ও শান্তিপুর্ণ ভাবে উৎসব মুখোড় পরিবেশে নির্বাচন উপহার দেয়ার কথা জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার দেবশ্রী দাশ পার্লি।