Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে মন্দির চুরি মামলার আসামীসহ ৭ ব্যক্তি গ্রেফতার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানাভুক্ত পলাতক আসামী, গরু চুরি ও শ্রী শ্রী গোবিন্দ জিউর আখড়া মন্দিরে চুরি মামলার ঘটনায় জড়িতসহ ৭ আসামীদেরকে গ্রেফতার করা হয়েছে।
গত শনিবার দিবাগত রাত বানিয়াচং থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন এর দিক-নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সন্তোষ চৌধুরী, এসআই রাকিব হোসেন, এসআই ফারুক হোসেন, এএসআই সাদ্দাম হোসেন, এএসআই তোহা, এএসআ্ই টিপু মিত্র সংগীয় ফোর্সের সহায়তায় থানা এলাকায় রাত্রিকালীন বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার মৃত রজবন আলীর পুত্র মোঃ আশক আলী, হলিমপুর গ্রামের মন্নর মিয়ার পুত্র জাহাঙ্গীর মিয়া (৩৫) ,বানিয়াচং উপজেলার সন্দরাপুর গ্রামের জালাল মাষ্টারের পুত্র মোঃ হোসাইনকে গ্রেফতার করা হয় । অন্য দিকে গত ৫ নভেম্বর দিবাগত রাতে যাত্রাপাশা মহল্লার আলহাজ্ব ওমর আলী মাষ্টারের বসত ঘরের থেকে গরু চুরি মামলার আসামী উপজেলা সদরের বুরুজপাড়া গ্রামের সমির উদ্দিনের পুত্র রাহুল মিয়া প্রকাশ এরশাদ মিয়া (২৬) ও যাত্রাপাশা মহল্লার মৃত ওয়াহেদ উল্লার পুত্র নুরুল আমিন ওরফে লুদু মিয়া (৪০) এবং উপজেলার ৯নং পুকড়া ইউনিয়নের শ্রী শ্রী গোবিন্দ জ্উির মন্দিরে মূর্তি চুরির ঘটনায় জড়িত আসামী পুকড়া ইউনিয়নের জুনাব আলীর পুত্র ফয়সাল মিয়া (২৫),পশ্চিম পুকড়া গ্রামের কাজী নূর মিয়ার পুত্র আলমগীর মিয়া (৪০) কে গ্রেফতার করা হয়। বানিয়াচং থানার ওসি এমরান হোসেন জানান, আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় চুরি, ডাকাতি রোধকল্পে বানিয়াচং থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত আছে।