Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুখে কালো কাপড় পড়ে প্রতীকি প্রতিবাদ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ শ্যামাপুজা উপলক্ষ্যে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে মুখে কালো কাপড় পড়ে পুজারী ও হিন্দু সম্প্রদায়ের লোকজন প্রতীকি প্রতিবাদ পালন করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির ডাকে “সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাড়াও” এই শ্লোগানের মধ্য দিয়ে সারাদেশের শ্যামা পূজা মন্ডপগুলোতে ৪ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টা থেকে ৬.১৫ মিনিট পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচী পালন করা হয়। নবীগঞ্জ বাজারের কেন্দ্রীয় গোবিন্দ জিউড় আখড়া প্রাঙ্গনে পালিত কর্মসূচীতে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুখেন্দু রায় বাবুল, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, আখড়ার সেবায়েত সুধাম বৈষ্ণব, আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর, নিরঞ্জন দাশ, উপজেলা রামকৃষ্ণ সংঘের অর্থ সম্পাদক প্রমথ চক্রবর্ত্তী বেনু, উপজেলা পুজা উদযাপন কমিটির সহ-সভাপতি রঙ্গ লাল রায়, সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী, অর্থ সম্পাদক চারু চন্দ্র দেব, উপজেলা লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক সাধন চন্দ্র দাশ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের দপ্তর সস্পাদক অমলেন্দু সূত্রধর, আখড়া দূর্গাপুজা কমিটির সভাপতি অরবিন্দু বনিক, সাধারণ সম্পাদক লিটন দেবনাথ, উপজেলা সৎ সঙ্গের সাবেক সভাপতি অজিত কুমার দাশ, স্বাধীন বনিক, রন্টু দাশ, উত্তম কুমার রায়, খোকন চন্দ্র দাশ, জন্টু চন্দ্র রায়, রিপন কর, কাঞ্চন বনিক প্রমুখ।