Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচং সড়কে দূর্ঘটনায় নিহত ১ মুমূর্ষ স্কুল ছাত্রীকে সিলেট প্রেরণ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচং-হবিগঞ্জ সড়কে প্রাইভেটকার দূর্ঘটনায় ১ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩ জন। এ দূর্ঘটনায় আহত স্কুল ছাত্রীকে মুমূর্ষাবস্থায় সিলেট প্রেরণ করা হয়েছে। অপর আহত স্কুল ছাত্রীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বেলা ২টায় বানিয়াচং থেকে হবিগঞ্জগামী একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ১১-০১৪২) বানিয়াচং সড়কের কালারডোবা নামকস্থানে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নীচে খাদে পড়ে যায়। খবর পেয়ে বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ এর নেতৃত্বে একদল পুলিশ ঘটস্থালে পৌছে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতার সহযোগিতায় দূর্ঘটনায় আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করেন। এ সময় কর্তব্যরত ডাক্তার আহত রাহুল তালুকদারকে মৃত ঘোষণা করেন। নিহত রাহুল তালুকদার হবিগঞ্জ সদরের জালালাবাদ এলাকার ছত্তর তালুকদার এর ছেলে। গুরুতর আহত বানিয়াচং সদরের ইনাতখানী গ্রামের কদ্দুছ মিয়ার মেয়ে পান্না আক্তারকে সিলেট প্রেরণ করা হয়েছে। সে স্থানীয় মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী। অপর আহত একই গ্রামের আলকাছ মিয়ার মেয়ে সাদিয়া খাতুনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাইভেটকার এর গাড়ী চালক পলাতক রয়েছে। এ বিষয়ে বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। নিহত রাহুল তালুকদার এর লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় কোন মামলা হয়নি।