Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

করগাঁও ইউনিয়নে ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মুহিত মিয়া মনোনয়ন পত্র দাখিল

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নির্বাচন কমিশনের ঘোষিত তৃতীয় ধাপে তফসিল অনুযায়ী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার পদে প্রাক্তন মেম্বার মরহুম ওয়াছিল মিয়ার পুত্র মোঃ মুহিত মিয়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন রিটার্ন অফিসারের কার্যালয়ে। মোঃ মুহিত মিয়া মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণী সম্পদ অফিসে উপজেলার করগাঁও ইউনিয়নের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার ও উপজেলা উপ-সহকারী প্রাণী সম্পদ অফিসার মোহাম্মদ আলীর নিকট মনোনয়ন পত্র দাখিল করেন মেম্বার প্রার্থী মোঃ মুহিত মিয়া। ইউপি সদস্য প্রার্থী মোঃ মুহিত মিয়া বলেন, আমাকে যদি জনগণ সুযোগ দেন তাহলে আমি নির্বাচিত হয়ে প্রথমে অবহেলিত ওয়ার্ডের সকল রাস্তাঘাট, কালাভার্ট, নির্মাণ করবো এবং যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবো। বাল্যবিবাহ ও মাদক নির্মূল করব সর্বোপরি ১নং ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসেবে রূপান্তর করবো, ইনশাআল্লাহ। মনোনয়ন ফরম দাখিলের সময় উপস্থিত ছিলেন, আব্দুর শুকুর মানিক মিয়া, মোঃ আবু সুফিয়ান, মোঃ এমদাদুর হক, মোঃ মনু মিয়া, মোঃ গৌছ আলী, মোঃ লেবু আহমদ জেবু, মোঃ জাহাঙ্গির মিয়া, মোঃ মুতাহির মিয়া, মোঃ নূর আলী, হাফেজ জালাল মিয়া, মোঃ আব্দুল আওয়াল, হাবিবুর রহমান, হুমায়ূন মিয়া, আলমগীর মিয়া, ধনঞ্জয় দেব নাথ, সুহেল মিয়া, বাচ্চু মিয়া, মজমিল হক, তাজ উদ্দিন, মাওলানা কনু মিয়া, আব্দুল ওয়াহাব মুতি, শফি মিয়া, জিলাই মিয়া, এমরান মিয়া, মোঃ রংঙ্গিলা মিয়া, মোঃ বাদশা মিয়া, আমিনুল ইসলাম, তানভির আহমেদ, মোঃ ফজল মিয়া, মামুন মিয়া, নূরুল ইসলাম নেক্কার, মহিবুর রহমান, মুস্তাক মিয়া, মোঃ বাসিক মিয়া, ফরিদ মিয়া, জাকারিয়া, আতিকুর রহমান, বদরুল মিয়া, ফয়ছল মিয়া, নজরুল ইসলাম, হাজ্বি আব্দুল মন্নাফ, ইসাবুল মিয়া, তজমুল মিয়া, রুহেল মিয়া, মোঃ সাঈদ, সজ্জমুল মিয়া, সেলিম মিয়া, মিজানুর রহমান মিয়া প্রমুখ।