Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রিচি ইউনিয়নের সচিব জেসমিনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার রিচি ইউনিয়ন সচিব জেসমিন অক্তারের অনিয়ম দূর্নীতি সহ নানা অপকর্মের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ দায়ের করেছেন একই ইউনিয়নের নছরতপুর গ্রামের আঃ মান্নান নামে এক ব্যাক্তি। অভিযোগে তিনি বলেন, ইউপি সচিব জেসমিন আক্তার দীর্ঘ ৬/৭ বছর ধরে রিচি ইউনিয়নে সচিব পদে কর্মরত। একই ইউনয়নে দীর্ঘদিন কর্মরত থাকায় তিনি স্বেচ্ছাচারিতার মাধ্যমে নিজ খেয়াল খুশিমত তার দায়িত্ব চালিয়ে যাচ্ছেন। একই ইউনিয়নে কিভাবে তিনি ৬/৭ বছর যাবৎ কর্মরত তা নিয়েও জনমনে প্রশ্ন রয়েছে।
স্থানীয় বাসিন্দা হওয়ায় তার অপকর্মের বিরুদ্ধে কেউ কথা বলতেও সাহস পায়না। জেসমিন দূর্নীতির মাধ্যমে অবৈধ অর্থ কামিয়ে নামে বেনামে প্রচুর স্থাবর অস্থাবর সম্পত্তির মালিক হয়েছেন। নিজগ্রামে বানিয়েছেন বিলাস বহুল বাড়ী। যারাই তার বিরুদ্ধে কথা বলছেন তাদেরকে মিথ্যা মামলায় হয়রানি করছে। এদিকে গত ১ অক্টোবর একই ইউনয়িনের নছরতপুর গ্রামের উজ্জল মিয়াকে জেসমিন প্রানে মারার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এ ঘটনায় উজ্জল বাদী হয়ে জেসমিন ও তার স্বামী সহ ৭ জনের বিরুদ্বে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত পিবিআইকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। অভিযোগকারী মান্নান ইউপি সচিব জেসমিনের দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আবেদন জানান।