Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শিক্ষিকার জাতীয় পচিয়পত্র জালিয়াতি ও টাকা আত্মসাতের ঘটনা স্বীকার করেছে প্রতারক ফারুক

স্টাফ রিপোর্টার ॥ জাতীয় পচিয়পত্র জালিয়াতি ও টাকা আত্মসাতের ঘটনা স্বীকার করেছে প্রতারক ফারুক আহমেদ। রিমান্ডে জিজ্ঞাসাবাদে সে পুলিশের নিকট এ ঘটনার কথা স্বীকার করেন। লাখাই উপজেলার রুহীতনসী গ্রামের শিক্ষিকা মোছাঃ রাবেয়া খাতুন দায়েরকৃত মামলায় আদালতের নির্দেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে ফারুক আহমেদ পুলিশের ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা লাখাই থানার ওসি (তদন্ত) মোঃ মহিউদ্দিন সুমন গত ২০ অক্টোবর রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে ফারুক আহমেদ পুলিশের নিকট শিক্ষিকা মোছাঃ রাবেয়া খাতুনের জাতীয় পরিচয়পত্র জালিয়াতি ও টাকা আত্মসাতের ঘটনা সত্য বলে স্বীকার করেন। রাবেয়া খাতুনের অন্যান্য টাকা পয়সা সহ তার স্থাবর অস্থাবর সম্পত্তি মৃত্যুর পরবর্তীকালীন সময়ে ভোগ করার জন্যই এ জালিয়াতির আশ্রয় নিয়েছে বলে ফারক আহমেদ স্বীকার করেন।