Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে জামাইয়ের হাতে শ্বশুর রক্তাক্ত

চুনারুঘাট প্রতিনিধি ॥ যৌতুকের মামলার স্বাক্ষী দিয়ে বাড়ি ফেরার পথে জামাইয়ের হাতে রক্তাক্ত জখম হলেন বৃদ্ধ শ্বশুর। তাকে আশংকজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় চুনারুঘাটের নাছিমাবাগ চা বাগানে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার রানীগাও ইউনিয়নের গরমছড়ি গ্রামের আঃ কদ্দুছ মিয়ার কন্যা মমতাজ বেগমকে বড়জুষ গ্রামের মৃত মকবুল হোসেন এর ছেলে ফারুক মিয়া ৩ বছর পুর্বে বিয়ে করে। বিয়ের পর থেকেই ফারুক যৌতুকের জন্য প্রায়ই স্ত্রী মমতাজকে মারধর করতো। এনিয়ে মমতাজ বাদী হয়ে হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আইনে ফারুক ও তার বোনকে আসামী করে আদালতে একটি মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য চুনারুঘাট মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে পাঠান। বৃহস্পতিবার এ মামলার তদন্তকালে উপজেলা সদরে সাক্ষ্য দিতে আসেন কদ্দুছ মিয়া ও তার মেয়ে মমতাজ। স্বাক্ষ্য দিয়ে বাড়ি ফেরার পথে সন্ধায় সোয়া ৭টার দিকে নাছিমাবাদ চা বাগানের মরাটিলা নামক স্থানে পৌছলে পুর্ব থেকে ওৎপেতে থাকা ফারুক মিয়া তার দলবল নিয়ে শ্বশুর কদ্দুছ মিয়ার উপর হামলা চালায়। দেশীয় অস্ত্রদিয়ে তাকে এলোপাতারি কুপিয়ে রক্তাক্ত জখম করে মমতাজকে অপহরণ করে নিয়ে যায়। কদ্দুছ মিয়ার চিৎকারে লোকজন তাকে উদ্ধার করে প্রথমে চুনারুঘাট ও পরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে কদ্দুছ মিয়া ছেলে আবজল মিয়া বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি মামলা দায়ের করেছেন।