Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার ভোমাপুরে দীর্ঘদিন ধরে গাঁজা চাষ করছে একদল মাদক ব্যবসায়ী। বিষয়টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নজরে এলে গাঁজার গাছসহ একজনকে গ্রেফতার করা হয়। জানা যায়, গতকাল মঙ্গলবার দুপুর ১ টার সময় গোপন সংবাদের ভিওিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পরিদর্শক নজিব আলী, এস.আই রফিক রেজা, এস.আই রতন বাবু ও লাখাই থানার এস আই মোশারফ হোসেনসহ একদল পুলিশ ওই গ্রামের আইন উদ্দিন (৬০) এর বাড়িতে অভিযান চালিয়ে গাঁজার গাছ সহ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। গাঁজার মূল্য প্রায় ৬ হাজার টাকা। পরে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। লাখাই থানার (ওসি) সাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। প্রসঙ্গত, ২০১৫ সালে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজার গাছসহ আইন উদ্দিনকে মাদকদ্রব্য অধিদপ্তর ও সদর থানা পুলিশ গ্রেফতার করেন। তখনকার ওসি ছিলেন মোঃ নাজিম উদ্দিন। পরে তাকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়। পরে জামিনে বেরিয়ে এসে তিনি পুনরায় গাঁজার চাষ করেন। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে মাদকের আস্তানা বসে। ফলে এলাকার পরিবেশ নষ্ট হয়।