Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পূজারী ও যুবকদের সংঘর্ষ ॥ নবীগঞ্জে পুলিশ এসল্ট মামলায় পিতা-পুত্র গ্রেপ্তার

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের দূর্গা মন্দরিস্থ পূজাম-পের সামনে পূজারী ও স্থানীয় যুবকদের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত পুলিশ এসল্ট মামলায় পিতা-পুত্রকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রবিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ থানার একদল পুলিশ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, গুমগুমিয়া গ্রামের ইরশাদ উল্লাহর ছেলে জামাল মিয়া (৫৫), ও জামাল মিয়ার ছেলে তোফায়েল আহমদ (২৬)। পুলিশ জানায়, কুমিল্লার ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের দুর্গা মন্দিরের সামনে পূজারী ও স্থানীয় যুবকদের মাঝে সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে নবীগঞ্জ থানার ওসি মো. ডালিম আহমদ মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে তাকে নবীগঞ্জ হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয় । এঘটনার পর গত শনিবার (১৬ অক্টোবর) মধ্যরাতে নবীগঞ্জ থানার এস আই অভিতাভ তালুকদার বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ১২০ জনকে অজ্ঞাত আসামী করে মামলা দায়ের করেন। রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এস আই অভিতাভ তালুকদার ও এস আই নাঈম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ ইনাতগঞ্জ ইউনিয়নের ঘোলডুবা গ্রামে অভিযান পরিচালনা করে মামলার ৪ নং আসামি তোফায়েল আহমদ (২৬) ও ১৩ নং আসামী জামাল মিয়া (৫৫) কে গ্রেফতার করা হয়। নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।