Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ পৌরসভার সবকটি মন্ডপ পরিদর্শন করেছেন পৌর শাখার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার নেতৃবৃন্দ নবীগঞ্জ পৌর সভার শারদীয় দূর্গোৎসবের সবকটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। গতকাল বৃহস্পতিবার শারদীয় দূর্গা পূজার মহা নবমীতে দুপুর থেকে রাত ৯ টা পর্যন্ত নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে ৫টি পূজা মন্ডপ, জয়নগর পূজা মন্ডপ, পূর্ব তিমিরপুর সর্বজনিন পূজা মন্ডপ, শিবপাশা সন্যাষ সংঘ পূজা মন্ডপ, আক্রমপুর সংঘ মিত্র পূজা মন্ডপ, কেন্দ্রীয় শ্রীশ্রী গোবিন্দ জিউড় পূজা মন্ডপ এবং নবীগঞ্জ সদর ইউনিয়নের দত্তগ্রাম পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নবীগঞ্জ পৌর শাখার সভাপতি ও কাউন্সিলর বাবুল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক কর্ণমনি দাশ, সিনিয়র সহসভাপতি মৃণাল কান্তি রায় মিনু, সাংগঠনিক সম্পাদক ডিড রাইটার বিভূ আচার্য্য, লিটন দেবনাথ, মতি লাল আচার্য্য, সুকেন্দু পুরকায়স্ত, সমিরণ চক্রবর্তী, বিষ্ণু আচার্য্য, নিশিকান্ত সূত্রধর, দীপক পাল, সূবল চন্দ্র দেব, নিতেশ দাশ, যাদব চন্দ দে, বিজয় দেব, রজত দাশ, অপু আচার্য্য, বিধান পাল প্রমুখ। পূজা মন্ডপ পরিদর্শনকালে তারা পূজা কমিটির নেতৃবৃন্দের সাথে কুশল ও শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।