Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট থেকে ছিনতাই হওয়া সিএনজি মাধবপুরে উদ্ধার ॥ ছিনতাইকারী আটক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থেকে ছিনতাই হওয়া সিএনজিসহ ছিনতাইকারীকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সিএনজির মালিক হচ্ছেন-চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের ছয়শ্রী গ্রামের বিজিৎ সিংহ। তিনি নিজেই এর চালক। ছিনতাইকারীর নাম নুরুল ইসলাম (২৫)। সে মাধবপুর উপজেলার চৌমুহনী গ্রামের আবু তালেবের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিজিৎ সিংহ সিএনজি নিয়ে চুনারুঘাট থেকে শানখলা যাচ্ছিলেন। শায়েস্তাগঞ্জ দেউন্দি সড়কের পশ্চিম গোড়ামী নামক স্থানে পৌছুলে ৩/৪ জনের একটি ছিনতাইকারীদল র‌্যাব পরিচয়ে বিজিতের গাড়িটি আটক করে। এ সময় গাড়ী চালক বিজিৎকে নেশা জাতীয় ¯েপ্র নিক্ষেপ করে অচেতন করে গাড়ীটি নিয়ে পালিয়ে যায়। এদিকে পার্শ¦বর্তী একটি টং দোকানের মালিক বিজিৎকে অচেতন অবস্থায় উদ্ধার করে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে ওই টং দোকানদারকে গাড়ী ছিনতাইয়ের কথা বিজিৎ জানায়। তাৎক্ষণিক বিজিৎ বিষয়টি সিএনজি অটোরিক্সা মালিক সমিতিসহ তার লোকজনদের জানায়। এ খবরটি মুহুর্তের মধ্যে জেলার বিভিন্ন সিএনজি মালিক শ্রমিকদের মাঝে পৌছে গেলে দুপুর ২টার দিকে মাধবপুর পৌর শহরের বাসস্ট্যান্ড ক্রস করার সময় সিএনজিসহ ওই ছিনতাইকারীকে স্থানীয় জনতা আটক করে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ সিএনজি ও ছিনতাইকারীকে চুনারুঘাট থানায় নিয়ে আসে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সন্ধ্যা সাড়ে ৮টা পর্যন্ত ছিনতাইকারী থানা হাজতে আটক ছিল।