Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে জায়গা নিয়ে বিরোধ ॥ ভাই ও ভাতিজাদের হামলায় স্ত্রী, ৩ কন্যাসহ আহত ৫

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার আমুরোড-বনগাঁও গ্রামে জায়গা নিয়ে বিরোধের জের ধরে ভাই ও ভাতিজাদের হামলায় স্ত্রী, স্কুল-কলেজ ৩ কন্যাসহ একই পরিবারের ৫ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী ও আহত সূত্রে জানা যায়, বনগাঁও গ্রামের আব্দুল হকের সাথে দীর্ঘদিন ধরে জায়গা জমি নিয়ে তার বড় ভাই আব্দুল হাই’র বিরোধ চলে আসছিল। শনিবার রাতে ওই বিরোধের জের ধরে পূর্বের মামলা বিষয় নিয়ে বিভিন্ন প্রকার হুমকি দামকি দেয়। রবিবার সকালে এ বিষয়টি প্রশাসনকে অবগত করতে আব্দুল হক বাড়ি থেকে বের হলে আব্দুল হাই ও তার ছেলেরা তার মেয়ের জামাই,ও নাতি রিয়াদ তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় আব্দুল হককে বাঁচানোর জন্য তার স্ত্রী পারুল আক্তারসহ মেয়েরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এতে পারুল আক্তার (৪৬), তার মেয়ে নাজমা আক্তার (২৬), কলেজছাত্রী আঁখি আক্তার (১৯) ও স্কুলছাত্রী তমা আক্তার (১৬) আহত হয়। ৯৯৯ এর সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় পুলিশ তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুল হকের স্ত্রী পারুল আক্তার জানান, তার কোন ছেলে নেই, ৬ মেয়ে। জীবনদর্শায় ওই মেয়েদেরকে যাতে সম্পত্তি লেখে না দেই। এ জন্য তার বাশ্বর আব্দুল হাই সাতের সাথে দুরব্যবহার করে আসছেন। তিনি চান আমাদের সম্পত্তি তাদেরকে লিখে দেই। এ জন্য বিভিন্ন সময় তিনিসহ তার ছেলেরা আমার জমির ফলন কেটে নেয়াসহ জমি ফসলও নষ্ট করেছে। এ নিয়ে আমরা তাদের বিরুদ্ধে ইতিপূর্বে মামলা দায়ের করেছি। পূর্বের মামলায় উপরোক্ত দের মধ্যে সাদ্দাম, রিদয়, সাগর তিনজন একমাস করে জেল খাটে জেল থেকে আসার পর থেকে তারা আরও বেপরোয়া হয়ে ওঠে। ওই মামলা চলমান থাকা অবস্থায় আমাদের উপরে আবারো হামলা চালায়। আব্দুল হক আরো জানান আমাদেরকে পরিকল্পিত ভাবে হত্যা করার জন্য হামলা চালিয়েছে। হামলায় আমিসহ আমার ৩ মেয়ে ও আমার স্ত্রীসহ আহত হয়েছি। এ অবস্থায় আমরা নিরাপত্তাহীন ভুগছি। তিনি প্রশাসনের আইনগত সহযোগিতা কামনা করেন।