Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদকের মাতার আর নেই ॥ দাফন সম্পন্ন

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জ উপজেলার শিবপাশা গ্রামের প্রবীন শিক্ষক মরহুম মাষ্টার চৌর চৌধুরী’র সহধর্মিণী ও দৈনিক বিবিয়ানা পত্রিকার প্রধান সম্পাদক হারুন আল রশিদ চৌধুরী এবং সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরীর মাতা অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষিকা মোছাঃ খয়রুন নেছা চৌধুরী গতকাল রবিবার ভোর ৪টায় বার্ধক্য জনিত কারনে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন ইন্নালিল্লাহি …..রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তাঁর মৃত্যুতে মরহুমার পরিবার আত্মীয় স্বজন ও পাড়া প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। গতকাল রবিবার আছরের নামাজের পর বিকাল ৪:৪৫ মিনিটে মরহুমার নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মৃত্যুকালে মরহুমা মোছাঃ খয়রুন নেছা চৌধুরী ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনী’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমা মোছাঃ খয়রুন নেছা চৌধুরী’র পুত্র-কন্যাগণ দেশ বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। তন্মধ্যে প্রথম ও তৃতীয় পুত্র দৈনিক বিবিয়ানা পত্রিকার প্রধান সম্পাদক হারুন আল রশিদ চৌধুরী এবং সম্পাদক ও প্রকাশক মোঃ ফখরুল ইসলাম চৌধুরী। দ্বিতীয় পুত্র হুমায়ূন কবির চৌধুরী যুক্তরাজ্যের বার্মিংহামে ব্যাক্তিগত ব্যবসায় জড়িত। চতুর্থ পুত্র আলমগীর হোসেন চৌধুরী নবীগঞ্জ শহরে নিটল টাটা গাড়ীর ডিলার ও একজন সফল গাড়ী ব্যবসায়ী। পঞ্চম পুত্র বদরুল আলম চৌধুরী রাজু যুক্তরাজ্যের লন্ডনস্থ উচ্চ আদালতে সলিসিটর হিসাবে সুনামের সহিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। দুই কন্যার মধ্যে দু’জনই স্কুল শিক্ষিকা। মরহুমার নাতি-নাতনীদের মধ্যে ৩ জন এমবিবিএস ডাক্তার’সহ বেশ কয়েকজন ব্যাংক’সহ বিভিন্ন প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। মরহুমার জামাতা ডা. ফখরুল ইসলাম চৌধুরী’র ইমামতিতে এলাকার হাজারো মুসল্লীগনের উপস্থিতিতে মরহুমার জানাযার নামাজে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি সফিকুর রহমান চৌধুরী ফারছু, নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিল্পপতি অধ্যাপক আব্দুল হান্নান, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের (ভারপাপ্ত) সভাপতি গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহব্বায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, শ্রীমঙ্গল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাজ্জাদুর রহমান সাজু, যুক্তরাজ্য প্রবাসী জুনেদ হোসেন চৌধুরী, শামসুল হুদা চৌধুরী বাচ্চু, বাউসা ইউনিয়ন বিএনপির সভাপতি শেষ ছাদিকুর রহমান শিশু প্রমুখ।