Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জের ২ জন সহ সাতক্ষীরায় মলম পার্টির ৫ সদস্য গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরায় র‌্যাব-৬ অভিযানে হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের মৃত জিন্নাত আলীর পুত্র সামছু মিয়া ও চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আনোয়ার হোসেন সহ মলমপার্টির ৫ সদস্যকে গ্রেফতার করেছে। সাতক্ষীরায় র‌্যাব-৬ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গত ৪ অক্টোবর বিকাল ৫ টার দিকে সাতক্ষীরাগামী সুন্দরবন এক্সপ্রেস নামক একটি লোকাল বাসে উঠে উক্ত মলম পাটির সদস্যরা। এ সময় আসামী মোঃ সবুজ সরদার তার পাশে বসা জনৈক সাইফুল ইসলাম এর সাথে বিভিন্ন কথাবার্তা বলার এক পর্যায়ে চোখে মলম জাতীয় কিছু লাগিয়ে দেয়। সাথে সাথে তার চোখ জ্বালাপোঁড়া শুরু করে। তখন ভিকটিম সাইফুল ইসলাম শোর চিৎকার করলে অজ্ঞান পার্টির প্রধান সবুজ সরদার এর সহযোগীরা বল পূর্বক ভিকটিম সাইফুল ইসলামের পরিহিত জিন্স প্যান্টের ডান পকেটে থাকা ১০ হাজার ৭৯৬ টাকা ছিনিয়ে নিয়ে যায়। সাতক্ষীরায় র‌্যাব-৬ আরো জানায়, এই খবর পাওয়ার পর র‌্যাব-৬ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত আসামীদের গ্রেফতার করে। এ সময় গ্রেফতারকৃতদের কাছে আটক ভিকটিমক সাইফুল ইসলামকে উদ্ধার করেন এবং ছিনতাইকৃত ১০ হাজার ৭৯৬ টাকা, ১টি হাত ব্যাগ, ৭টি মোবাইল, ২টি বিষাক্ত ঔষধের ডিব্বা এবং হামদর্দ কোম্পানির ২টি পাম্পলেট উদ্ধার পূর্বক জব্দ করে। গ্রেফতারকৃত মলম পাটির সদস্যরা হলে, হবিগঞ্জ জেলার শহরতলীর সুলতান মাহমুদপুর গ্রামের মৃত জিন্নাত আলীর পুত্র সামছু মিয়া (৫৯) ও একই জেলার চুনারুঘাট উপজেলার দুধপাতিল গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র আনোয়ার হোসেন (৩৪)। আরো ৩ জন হল, মলমপার্টির প্রধান সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানার গনেশপুর গ্রামের মৃত মোজাহার আলীর পুত্র মোঃ সবুজ সরদার (৩৪) একই এলাকার মোঃ আল-আমিন সরদার (৪০), খলিসখালী গ্রামের মৃত দবির উদ্দিন গাজীর পুত্র আব্দুল মাজেদ গাজী (৪২)। সাতক্ষীরায় র‌্যাব-৬ প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা বিভিন্ন গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর
তথ্য দিয়েছে বলে জানান। এ ছাড়াও তারা দীর্ঘ কয়েক বছর যাবৎ বিভিন্ন কেমিক্যাল দিয়ে নিজেরাই চেতনানাশক মলম তৈরী করত এবং সংঘবদ্ধ ভাবে বিভিন্ন মানুষকে অজ্ঞান করে সর্বশান্ত করার বিষয়টি স্বীকার করে।