Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

দেশের সেরা কালচারাল অফিসার চুনারুঘাটের অসিত বরণ দাশ গুপ্ত

চুনারুঘাট প্রতিনিধি ॥ ২০১৯-২০২০ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তির (এপিএ) মূল্যায়নে ১০০ নম্বরের মধ্যে ৯৩.৫ নম্বর পেয়ে ৬৪ জেলার মধ্যে দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ১ম স্থান অর্জন করেছেন সিলেটের জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। গতকাল বুধবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এ পুরস্কার প্রদান করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একাডেমির সচিব মো. আছাদুজ্জামান, পরিচালক (প্রযোজনা) সোহাইলা আফসানা ইকো, পরিচালক (প্রশিক্ষণ) খন্দকার রেজাউল হাশেম প্রমুখ। দেশসেরা কালচারাল অফিসার হিসেবে ক্রেস্ট, সনদপত্র ও পঁচিশ হাজার টাকার একটি চেক তুলে দেয়া হয় সিলেট শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্তের হাতে। অসিত বরণ দাশ গুপ্ত চুনারুঘাট উপজেলার দুর্গাপুর গ্রামের কৃতি সন্তান। তাঁর বাবা অনিল কুমার দাশ গুপ্ত ও মা সুমিত্রা রাণী দাশ গুপ্ত। ৪ ভাই বোনের মধ্যে তিনি ৩য়। প্রসঙ্গ, মূলত সরকারি কর্মকান্ডে স্বচ্ছতা, দায়বদ্ধতা বৃদ্ধি ও জবাবদিহি নিশ্চিতকরণ, সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিতকরণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা উন্নয়ন এবং সেবা প্রদানে গতিশীলতা আনয়নসহ সামগ্রিক অবদানের স্বীকৃত স্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।