Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে ভাতিজার হাতে চাচা খুন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে শাহাবুদ্দিন (৩৫) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন এর অন্তর্গত যাত্রাপাশা দিঘির পাড় এলাকার মৃত ইরফান উল্লাহর পুত্র। গতকাল সোমবার (৪ অক্টোবর) সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রে জানা যায়, মৃত ইরফান উল্লাহর পুত্র হারুন মিয়া ও শাহাবুদ্দিন এর মধ্যে জায়গা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। গত রোববার (৩ অক্টোবর) ২ পরিবারের শিশুদের মাঝে ঝগড়া হয়। এ বিষয়টি পরে মীমাংসাও হয়। এরই জের ধরে সোমবার সকালে আবারও ২ পরিবারের তর্ক-বিতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে হারুন এর ছেলে আনোয়ার হোসেন (১৮) অতর্কিতভাবে চাচা শাহাবুদ্দিনকে ফিকল দিয়ে আঘাত করে। গুরুতর আহতবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে বানিয়াচং হাসপাতালে নিয়ে যায় এসময় তার অবস্থার অবনতি হলে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রতিবেশী সূত্রে জানা যায়, সাহাব উদ্দিন ৩ বছর প্রবাসে ছিলেন। প্রতি বেশি অনেকেই বলছেন সাহাব উদ্দিন অনেক আন্তরিক ছিলেন। বৃদ্ধ মা, স্ত্রী ও ৩ সন্তানকে নিয়ে অনেক কষ্ট করে জীবিকা নির্বাহ করতেন তিনি। নিহত সাহাব উদ্দিনের বৃদ্ধা মা জোবেদা খাতুনের সাথে কথা হলে তিনি জানান, প্রবাস জীবনে ৩ বছর কাটিয়ে বাড়িতে এসে নতুন ঘর তৈরির পরিকল্পনা করেছিলো আমার ছেলে, আমার ছেলে সাহাব উদ্দিনকে আমার চোখের সামনেই আমার ছেলে হারুন মিয়া চর তাপ্পর মারতে থাকে, হঠাৎ করে আমার নাতি হারুন মিয়ার ছেলে আনোয়ার হোসেন ফিকল দিয়ে সাহাব উদ্দিনের পেটে আঘাত করে। মুহুর্তেই সে মাটিতে লুটিয়ে পড়ে। অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, আমি এ হত্যাকান্ডের বিচার চাই। ঘটনার খবর পেয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন, ইন্সপেক্টর (তদন্ত) প্রজিত কুমার দাশসহ একদল পুলিশ সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন এর সাথে আলাপকালে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ হাসপাতালে রয়েছে। হত্যা পরবর্তী ঘটনা এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে বলেও তিনি জানান।