Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ এম এ মুনিম চৌধুরী বাবু এমপি বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে শিশুদের শরীর মন ভাল ও সুস্থ্য থাকে। খেলাধুলা ও শরীর চর্চা যুব সমাজকে নৈতিকতার অবক্ষয় তথা নেশা ও মাদক থেকে দূরে রাখে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সরকারের একটি মহতি উদ্যোগ। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলা পর্যায়ের দুইদিনব্যাপি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে নবীগঞ্জ জে কে হাইস্কুল মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষক সমিতির যুগ্ম সাধারন সম্পাদক মোঃ রুবেল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর চৌধুরী, উপজেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ সাইফুল জাহান চৌধুরী, ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, শিক্ষক সমিতির সভাপতি দীপ্তেন্দু নারায়ণ রায়, সাধারন সম্পাদক মোঃ গোলাম রব্বানী, সাবেক সাধারন সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন মিঠু। খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বৈলাকীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইব্রেকারে হারিয়ে কায়স্থগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হয়। অপরদিকে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় শাখোয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শৈলা সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলা পরিচালনা করেন কাউন্সিলর মোঃ মিজানুর রহমান, সাবেক ফুটবলার মোঃ আব্দুল আলিম।