Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জারুলিয়ায় জমি নিয়ে তুলকালাম কান্ড ॥ বার বার উপেক্ষিত সালিশ

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের জারুলিয়া গ্রামে ৯২ শতক জমি নিয়ে তুলকালাম কান্ড চলছে। বিরোধ নিরসনে বহু সালিশ হয়েছে, কিন্তু এক পক্ষের অনড় অবস্থানের কারণে বার বার পণ্ড হয়ে যাচ্ছে সালিশ। হচ্ছে একটার পর একটা মামলা। পরিস্থিতি উত্তেজনাকর। এলাকাবাসী জানান, ২১ বছর পূর্বে গাজীপুর ইউনিয়নের কাকাউস মৌজায় ২৮১৫ নম্বর দাগের ২১ শতক জমি জারুলিয়া গ্রামের অনু মিয়া হাজীর পুত্র ফিরুজুল ইসলাম একই গ্রামের মফিজ উল্লার কাছে বিক্রি করেন ২২ হাজার টাকায়। গত সেটেলমেন্ট জরিপ চলাকালিন সময়ে জমিটি হাজী মফিজ উল্লার নামে মাঠ পরচা প্রদান করা হয়। পরবর্তীতে জমি রেজিষ্ট্রি করে দেয়ার তাগাদা দিলে ফিরুজুল ইসলাম টালবাহানা শুরু করেন। গত ইউপি নির্বাচনের প্রাক্কালে জারুলিয়া বাজারে সালিশ বসে চেয়ারম্যান প্রার্থী মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে। ওই সভায় ফিরুজুল ইসলাম ২২ হাজার টাকা গ্রহনের কথা অস্বীকার করলে আরো ২৫ হাজার টাকা প্রদান করে জমিটি রেজিস্ট্রি করে নেয়ার রায় দেন মাওঃ তাজুল ইসলাম। এক পর্যায়ে জারুলিয়া বাজার কমিটির সভাপতি রঙ্গু মিয়া, ইউপি সদস্য (সদ্য প্রয়াত) শরিফ আহম্মদ ও শিক্ষক ফরিদ মিয়া ওই ২৫ হাজার টাকা ফিরুজ মিয়াকে সমজিয়ে দেন। এরপর দেই দিচ্ছি করে আবারো জমি রেজিস্ট্রির দীর্ঘসূত্রিতা টানেন ফিরুজ। এ ফাঁকে মৃত্যবরণ করেন হাজী অনু মিয়া, হাজী মফিজ উল্লা ও ইউপি সদস্য শরিফ আহম্মদ। হাজী মফিজ উল্লার ওয়ারিশানরা বলেন, গাজীপুর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম ফিরুজুল ইসলামের তালতো ভাই। এ সুযোগটিকে কাজে লাগিয়ে জমি রেজিষ্ট্রি না করে ফিরুজ আদালতে একটার পর একটা মামলা দায়ের করে হয়রানী শুরু করেন। গত বৈশাখ মাসে গাজীপুর ইউনিয়ন কমপ্লেক্স-এ সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর খানের সভাপতিত্বে বসে ৩য় দফা সালিশ বৈঠক। ওই সালিসে বর্তমান চেয়ারম্যান-মেম্বার, বিভিন্ন রাজনৈতিক দলে নেতা-কর্মীসহ অনেক প্রবীন মুরব্বী উপস্থিত ছিলেন। টাকা গ্রহনের বিষয়টি প্রকাশ পেলে ফিরুজ পুনরায় সালিশের তারিখ প্রার্থনা করেন। গত ২১ জুন জারুলিয়া বাজারে পুনরায় সালিশ বসলে ফিরুজুল ইসলাম, চেয়ারম্যান তাজুল ইসলামসহ পক্ষের লোকজন অনুপস্থিত থাকেন। এ কারণে সালিশ পণ্ড হয়। হাজী মফিজ উল্লার পুত্র নুরুল্লা বলেন, চেয়ারম্যান তাজুলের তালতো ভাই হওয়ায় ফিরুজ মিয়া মামলা করে তাদেরকে হয়রানী করছে এবং সালিশ অমান্য করে চলেছে। তিনি এর প্রতিকার কামনা করেন।