Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলন ॥ ১ লক্ষ টাকা জরিমানা ১৫ হাজার ঘনফুট বালু জব্দ

আজিজুল ইসলাম সজীব ॥ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ ব্যক্তিকে ১ লক্ষ টাকা জরিমানা ও ১৫ হাজার ঘনফুট বালু জব্ধ করা হয়েছে। হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান এর দিক নির্দেশনায় চুনারুঘাট উপজেলার ৫নং শানখলা ইউনিয়নের অন্তর্গত মির্জাপুর নামক স্থানে এই অভিযান পরিচালনা করা হয়। গতকাল (৩০ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযানে নেতৃত্বে দেন উপজেলা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক। এ সময় উক্ত স্থান থেকে দু’টি ড্রেজার মেশিন এবং ১৫ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং সরকারি অনুমতি অমান্য করে ইজারা বহির্ভূত স্থান হতে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে জালাল মিয়া পুত্র মোঃ ছালেক মিয়াকে ১ লক্ষ টাকা অর্থদ- করা হয়। পরে জব্দকৃত বালু স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান এর জিম্মায় রাখা হয়। উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা সিদ্ধার্থ ভৌমিক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধভাবে আইন বহির্ভূত স্থান থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতই অব্যহত থাকবে। তিনি আরো বলেন, এ ধরণের অবৈধ কর্মকান্ডে সাথে জড়িত যেই হোক তার বিরুদ্ধে আইনানুগ ভাবে যত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ রয়েছে দমনে কার্যকর করা হবে। ভ্রাম্যমাণ আদালতের সার্বিক সহযোগিতায় করেন চুনারুঘাট থানার একদল পুলিশ।