Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষ ॥ কনে দেখতে গিয়ে হবু বর ও দুই শিশুসহ নিহত ৪

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় সোমবার দুপুরে অটোরিক্সা (সিএনজি) ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চাচা, ভাতিজা ও ভাতিজিসহ ৪ জন নিহত ও ৩ জন আহত হয়েছে। বাস চালক ও হেল্পারকে পুলিশ আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার দুপুর দেড়টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার আন্দিউড়া উম্মেতুননেচ্ছা উচ্চ বিদ্যালয় এলাকায় অটোরিক্সা (সিএনজি) ও সিলেটগামী যাত্রীবাহী সাগরিকা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৫-৬৬৮৪) একটি বাসের মুখোমুখি সংঘর্ষে অটোরিক্সাটি ধুমড়ে মুছড়ে যায়। এতে ঘটনা স্থলেই উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে মোশারফ মিয়া (৪) ও অটোরিক্সা চালক বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামের অজিদ দাসের ছেলে মধু দাস (২৫) নিহত হয়। গুরুতর আহত মোশারফের বোন শাহিনুর আক্তার রুপা (৭) কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ও চাচা জব্বার মিয়া (৩০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এছাড়া গুরুতর আহত বিলকিছ আক্তার (৩৮) কবির মিয়া (২৫) মৌলানা আব্দুল্লাহ মিয়া (২৮) ও মাহবুবা আক্তার (৩২) কে সিলেট ও ঢাকার বিভিন্ন হাসপাতালে প্রেরন করা হয়েছে। বিলকিস আক্তারের অবস্থা আশংকাজনক বলে স্বজনরা জানায়। পুলিশ জনতার সহযোগিতায় পালিয়ে যাওয়ার সময় বাসের চালক মৌলভীবাজারের পালপুর গ্রামের মৃত আব্দুস শহিদ মিয়ার ছেলে হাফিজ উদ্দিন (৪২) ও হেল্পার ব্রাহ্মনবাড়ীয়ার সরাইল উপজেলা সদরের আপিল উদ্দিনের ছেলে লিটন মিয়া (৩০) কে আটক করেছে। খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস, শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহত ও আহতদের উদ্ধার করে। রুপার চাচাতো দাদা আলাউদ্দিন জানান-দুপুরে জব্বার মিয়ার বৌ দেখার জন্য তারা বাড়ী থেকে অটোরিক্সা (সিএনজি) যোগে ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিজয়নগর উপজেলার সাতবর্গ যাওয়ার জন্য রওয়ানা হয়। শাহজাহান ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও ইউ/পি সদস্য মোঃ ফারুক মিয়া জানান, নিহত জব্বারের বৌ দেখার জন্য তার ভাবিসহ পরিবারের সদস্যদেও নিয়ে বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে যাওয়ার সময় তারা মারা যায়। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাঈনুল ইসলাম জানান-বাস ও চালল, হেল্পারকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তÍুতি চলছে। থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রাজ্জাক জানান চালক ও হেল্পারকে আটক করে থানায় রাখা হয়েছে। পাের তাদেরকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।