Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে ব্যস্ত প্রতিমা তৈরির কারিগরেরা

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায়ও সারা দেশের ন্যায় আগামী ১১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে উপজেলার প্রতি পূজা ম-পে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। এবার উপজেলার ৬টি ইউনিয়নে মোট ৭১ টি পূজাম-পে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। পূজার ম-পগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নতার কাজ। ম-পে ম-পে চলছে প্রতীমা তৈরির কাজ। কয়েক দিনের মধ্যে শুরু হবে প্রতিমায় রঙের কাজ। পূজারী পিন্টু দেব জানান, আমাদের ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কয়দিনে মধ্যেই অন্য সব কাজ শেষ করা হবে। প্রতিমা কারিগর বলেন, শেষ মূহুর্তে জোরেশোরে প্রতিমা তৈরি কাজ চলছে। মাটির কাজ শেষ পর্যায়ে এখন রঙের এর কাজ শুরু হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ লাখাই উপজেলার সভাপতি প্রানেশ গোস্বামী জানান,
এবার আমরা ৭১টি পূজা মন্ডবের তালিকা পেয়েছি।প্রতিমা তৈরির কাজ চলছে। শান্তি পূর্ণ ভাবে পূজা উদযাপনের জন্য সকল প্রস্ততি সম্পন্ন করা হবে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১১ অক্টোবর মহাষষ্ঠী মাধ্যমে শুরু হয়ে ১৫ অক্টোবর মহা বিজয়া দশমির মধ্য দিয়ে সমাপ্তি হবে।