Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

শায়েস্তাগঞ্জে মোবাইল কোর্টের অভিযান ও জরিমানা আদায়

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শায়েস্তাগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ মিনহাজুল ইসলাম ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন ভোক্তা অধিকার সিলেটের পরিদর্শক মোঃ পারভেজ মিয়া।
শায়েস্তাগঞ্জ ড্রাইভার বাজারে মায়ের দোয়া বেকারীকে ২৫ হাজার, রিনা বেগম জুস ফ্যাক্টরি পুরানবাজার ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখিত ফ্যাক্টরি গুলি বিএসটিআই এর নিয়ম লঙ্ঘন করে খাদ্য সামগ্রী উৎপাদন করছে। একই সাথে পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব পরিলক্ষিত হয়। তাছাড়া যে জায়গাটিতে তারা যেভাবে প্রক্রিয়াজাত করার কথা তার কোনো কিছুই পরিলক্ষিত হয়নি। এরকম উৎপাদিত পণ্য বাজারজাতকরণের ফলে সাধারন জনগন এরকম প্ণ্য ক্রয় করে খাওয়ার ফলে বিভিন্ন রকম রোগে আক্রান্ত হয়।
এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহি অফিসার মিনহাজুল ইসলাম বলেন, আমরা কাউকে ছাড় দেব না, নিয়ম বহির্ভূত যে কোনো ধরনের কার্যক্রমে যুক্ত থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসব।