Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের ইলিয়াছ একাডেমি চট্টগ্রাম অঞ্চলে চ্যাম্পিয়ন

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ ৪২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল টুর্নামেন্ট এ সিলেট বিভাগে চ্যাম্পিয়ান হয়ে এবার চট্টগ্রামেও চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে বানিয়াচংয়ের ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়। সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলকে হারিয়ে জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে নিয়েছে বিদ্যালয়টি। গতকাল বিকাল ২ টায় চট্টগ্রাম সরকারী কলেজ এন্ড স্কুল মাঠে অনুষ্টিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় ডাঃ ইলিয়াছ একাডেমী এবং কুমিল্লা বিবির বাজার আদর্শ স্কুল । এতে ১-০ গোল এর ব্যবধানে কুমিল্লা বিবির বাজার স্কুলকে হারিয়ে জাতীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করল ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। আগামী ১৪ ই সেপ্টেম্বর জাতীয় পর্যায় খুলনায় অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট এর ফাইনাল। গতকাল চট্টগ্রাম থেকেই ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের নিয়ে খুলনার উদ্দেশ্যে রওয়ানা হন উপজেলা চেয়ারম্যান ইকবাল হোসেন খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ছফিউল্লা সরকার, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক মাস্টার আব্দুর রউফ। এদিকে গতকাল চট্টগ্রাম থেকে এ জয়ের খবর বানিয়াচংয়ে এসে পৌছলে গোটা বানিয়াচঙ্গে উৎসবের আমেজ বিরাজ করে। বানিয়াচং সদরের বেশ কয়েক জায়গায় ডাঃ ইলিয়াছ একাডেমী উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ক্রীড়ামোদীরা। এদিকে বিজয়ী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন বানিয়াচং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ সফিউল আলম, সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা আমির হোসেন মাস্টার, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লুৎফুর রহমান, বানিয়াচং প্রেসক্লাব সভাপতি আখলাক হুসেইন খান খেলু।