Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটকে মডেল উপজেলাকে হিসেবে গড়তে চাই-আবু তাহের

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চান উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। ইতোমধ্যে তিনি মডেল উপজেলা গড়তে কাজ শুরু করেছেন। আগামী মাসেই চারতলা বিশিষ্ট চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সে ভবনের কাজ শুরু হবে বলেও তিনি জানান। এজন্য সাড়ে ৪ কোটি টাকা স্থানীয় সরকার বরাদ্দ দিয়েছে। তিনি মঙ্গলবার বিকেলে চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নবাসী আয়োজিত তাকে দেওয়া এক গণসংবর্ধনা সভায় এসব কথা বলেন। তিনি বলেন, চুনারুঘাট সরকারি কলেজে অনার্স কোর্স চালু, ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ, পৌরসভা ভবন, অগ্রণী উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তর, একটি মহিলা কলেজ স্থাপনের কাজ শুরু হয়েছে। আগামী কিছু দিনের মধ্যেই এসব কাজের লক্ষন দেখতে পাবেন। এজন্য তিনি ইউনিয়নসহ উপজেলাবাসীর সহযোগিতা চান। আবু তাহের বলেন, চুনারুঘাটকে একটি শিক্ষা নগরী করে গড়ে তুলতে তিনি কাজ করে যাবেন। এজন্য প্রতিটি গ্রামে গ্রামে বিদ্যালয় গড়ে তুলা হবে। দেওরগাছ ইউনিয়ন চেয়ারম্যান চৌধুরী শামছুন নাহারের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সত্যেন্দ্র দেব মাষ্টারে পরিচালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বকুল পাল, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া, মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, মিরাশী ইউপি আওয়ামীলীগ সভাপতি ইদ্রিছ আলী আলতা, সাধারণ সম্পাদক আঃ সামাদ আজাদ, ইউপি আওয়ামীলীগের সভাপতি মহরম আলী, সহ-সভাপতি হাবিলদার আশ্রাব আলী, আঃ আউয়াল, মুজিবুর রহমান স্বপন, শাহনেওয়াজ বকুল, জহরলাল কানু ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল। এতে বক্তব্য রাখেন শামসুল হক, ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক সবুজ মিয়া, মহিতুর রহমান রুমন, আঃ আহাদ, ইউনিয়ন যুবলীগ, ছাত্রলীগে নেতৃবৃন্দ। সভায় ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন শ্রেণী পেশার ৩ সহ¯্রাধিক নেতাকর্মীসহ ইউনিয়নবাসী উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন বাসীর পক্ষ থেকে সংবর্ধিত ব্যক্তিকে ক্রেষ্টসহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়।