Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে ১৫ কেজি গাঁজা সহ আটক ১

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট থানা পুলিশের অব্যাহত অভিযানে ৩ দিনের ব্যবধানে আবারো ১৫ কেজি গাঁজা সহ একজনকে আটক করা হয়েছে। আটকৃত ব্যক্তির নাম শাহিন মিয়া (৩৫)। সে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের দুদু মিয়ার ছেলে। শুক্রবার ১৭ সেপ্টেম্বর, বিকেলে আটকৃত শাহীনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে ১৬ সেপ্টেম্বর সন্ধ্যায় চুনারুঘাট থানার ওসি মোঃ আলী আশরাফ এর নেতৃত্বে এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন ও এএসআই আব্দুল বাতেন সহ একদল পুলিশ চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের সুন্দর পুর এলাকায় অভিযান চালিয়ে শাহিনকে আটক করেন এবং তার হেফাজতে থাকা ১৫ কেজি গাঁজা উদ্ধার করেন। এ সময় তার সহযোগীরা পালিয়ে যায়। এছাড়াও গত বুধবার দুপুরে ২ কেজি গাঁজা সহ আবুল হোসেন নামের একজনকে চুনারুঘাট পৌরশহর থেকে আটক করেন এসআই ভূপেন্দ্র চন্দ্র বর্মন। আটক আবুল হোসেন সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার লম্বাবাউক এলাকার মৃত মহরম আলীর ছেলে। আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আলী আশরাফ মাদকের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী দিয়ে বলেন, মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবেনা। মাদক সামাজিক অস্থিরতার একটি কারণ। মাদক নির্মূলে যতটুকু কঠোর হওয়া দরকার তাই করা হবে। উপজেলাকে মাদক মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে বিশেষ অভিযান চলমান। তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের নিয়ন্ত্রণ করতে পারলে এ উপজেলায় মাদক সেবনকারীর সংখ্যা কমে আসবে। বর্তমানে মাদক একটি ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। মাদক ব্যবসায়ীদের সমাজ থেকে নির্মূল করতে সকলের সহযোগিতা চান ওসি মোঃ আলী আশরাফ।