Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচঙ্গে প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন সৈয়দ পলাশ

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে প্রতিবন্ধী পরিবারের পাশে দাঁড়ালেন সৈয়দ মিজান উদ্দিন পলাশ। সদরের কাজী মহল্লা গ্রামের প্রতিবন্ধী রুবেল (৩৩) ও তার পরিবারের দুর্দশার চিত্র তুলে ধরে সম্প্রতি ফেসবুকে পোস্ট দিয়েছিলেন মীর মহল্লা গ্রামের কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ। তাঁর পোস্ট দেখে দেশ-বিদেশের আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধব সামর্থ অনুযায়ী পলাশের কাছে টাকা প্রেরণ করেন। গড়ে উঠে প্রায় তিন লাখ টাকার তহবিল। এই টাকা দিয়ে দুইটি ব্যাটারি চালিত রিকশা, একটি সেলাই মেশিন ও একটি টং দোকানের মালামাল ক্রয় করেন। ১৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে এসব হস্তান্তর করা হয়। “মানুষে মানুষে মানবতা জাগুক, জগতের সকল প্রাণ ভালো থাকুক” এই শ্লোগানকে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলার ১নং ইউনিয়নের কামালখানী গ্রামের হাসান মঞ্জিলে মানবিক সাহায্য হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভীন আক্তার খানম। সাংবাদিক ইমদাদুল হোসেন খানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার পদ্মাসন সিংহ। মাওলানা ছিদ্দিকুর রহমানের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কবি সৈয়দ মিজান উদ্দিন পলাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার শ্রেষ্ঠ সামাজিক ব্যক্তিত্ব সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ১নং ইউপি’র চেয়ারম্যান গিয়াস উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফজলে নকিব মাখন, প্রেসক্লাবের সভাপতি মোশাহেদ মিয়া, জনাব আলী কলেজের প্রভাষক মাহমুদ মিয়া, কামালখানী মহল্লার সর্দার আরজু মিয়া, অ্যাডভোকেট আসাদুজ্জামান খান তুহিন, ইউ.পি মেম্বার মোবারক মিয়া, মখলিছ মিয়া প্রমূখ। অনুষ্ঠানে বক্তাগণ প্রতিবন্ধী রুবেল ও তার পরিবারকে ভূমিহীন উল্লেখ করে তাকে খাস জমি বন্দোবস্ত দেয়ার জন্য ইউএনও’র কাছে অনুরোধ করেন। ইউএনও তাঁর বক্তব্যে বলেন, দুই শতক জায়গাসহ সরকারি ঘর যদি রুবেলের পরিবার নিতে আগ্রহী হয় তাহলে দেয়ার ব্যবস্থা করা হবে। অথবা তাঁদের সুবিধামতো খাস জায়গা বন্দোবস্ত নেয়ার জন্য আবেদন করলে তা দেয়ার ব্যবস্থা গ্রহণেরও আশ্বাস দেন।