Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি সকলকেই ভূমিকা রাখতে হবে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর মোঃ শাহজাহান বলেছেন-পবিত্র রমজান মাসে আইন-শৃংখলা স্বাভাবিক রাখতে পুলিশের পাশা-পাশি জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষকে কার্যক্রর ভূমিকা পালন করতে হবে। তবে নিরাপরাধ যাতে হয়রানীর শিকার না হয় সে দিকেও খেয়াল রাখতে হবে। কোন অসাধু ব্যবসায়ী রোজাকে সামনে রেখে অবৈধ ভাবে লাভবান হওয়ার চেষ্টা করলে তাদের বিরোদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি গতকাল মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা বিষয়ক সভায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পৌর মেয়র হিরেন্দ্র লাল সাহা, মহিলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আকতার হেলেন, ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, থানার অফিসার ইনচার্জ আব্দুল বাছেদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ মুসলিম, উপজেলা কৃষি কর্মকর্তা আতিকুল হক, প্রেসক্লাবের সভাপতি আলাউদ্দিন আল রনি, চেয়ারম্যান সৈয়দ মোঃ আলমগীর, সামসুল ইসলাম কামাল, মাহবুবুর রহমান সোহাগ, আতিকুর রহমান, সাহাবউদ্দিন, আলাউদ্দিন, মীর খুরশেদ আলম, সামসুল ইসলাম মামুন, খাইরুল হোসাইন মনু, সফিকুল ইসলাম, শিক্ষক নেতা মাহমুদ হোসেন প্রমূখ।