Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু ॥ এলাকাজুড়ে শোক

নবীগঞ্জ প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে একটি বাইসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী রাসেল তালুকদার (২৫)। দুর্ঘটনার ৭ দিনের মাথায় মৃত্যু হয় রাসেলের। তার মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রবিবার (১২ সেপ্টেম্বর) বাদ যোহর জানাযার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে শনিবার দিবাগত রাত ১২টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয় রাসেলের। নিহত রাসেল নবীগঞ্জ উপজেলার কান্দিগাও গ্রামের হিরন মিয়া তালুকদারের ছোট ছেলে। জানা যায়, রাসেল তালুকদার ৭ মাস পূর্বে বিয়ে করে সাংসারিক হয়েছিলেন। পেশায় ছিলেন এক্সভেটর চালক। গত (৪ সেপ্টেম্বর) ঢাকা সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার জনতার বাজারে বাইসাইকেল আরোহীকে বাচাতে গিয়ে নিজের মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনার স্বীকার হন। দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হয় রাসেল। আশংকাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করে রাসেল। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে দিনারপুর পরগণায়। স্থানীয় সংবাদকর্মী আব্দুল মুহিত জানান, রাসেল সদাহাস্যজ্বল ছিল, সে এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিত, রাসেল কয়েক মাস পূর্বে বিয়ে করে, স্বামী-স্ত্রীর বন্ধন চিরজীবন অটুট রাখতে বিভিন্ন ধর্মীয় পোস্ট করতো তার ফেসবুকের দেয়ালে। মানুষকে সৎ ভাবে চলতে উৎসাহিত করতো। তার মৃত্যুতে এই এলাকায় বিরাট শূন্যতা তৈরি হয়েছে যা পূরণ হবার নয়। আমি তার আত্মার মাগফেরাত কামনা করছি।