Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

পৌর মেয়র জিকে গউছের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময়

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছের সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে পৌরসভায় মেয়র আলহাজ্ব জি কে গউছের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব মোঃ রইছ মিয়া, সহ-সভাপতি ফজলুর রহমান লেবু, মোঃ হিরাজ মিয়া, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফরিদ মিয়া, এমদাদুল হক বাবুল, স্বপন লাল বণিক, শিশির বণিক, আব্দুল হান্নান ফরিদ, অমিয় রায়, হাজী শফিকুল ইসলাম মোল্লাহ, মুজিবুর রহমান প্রমুখ।
সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ হবিগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত ট্রাক টার্মিনাল নির্মাণ, শহরের রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, অবৈধ ব্যবসায়ীদের উচ্ছেদ করে ফুটপাত অবমুক্ত ও চেম্বারের কার্যালয় সম্প্রসারনে দাবী জানান। ব্যবসায়ী নেতৃবৃন্দ বলেন, প্রতিশ্র“তি নয় বাস্তবায়ন চাই।
জবাবে মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেন- নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প-৩ এর আওতায় হবিগঞ্জ পৌরসভায় ৮০ কোটি টাকার উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে। ৩টি ধাপে এই কাজ বাস্তবায়ন হলে শহরের চিত্র পাল্টে যাবে। শীঘ্রই পৌরবাসী এর সুফল ভোগ করবে। তিনি বলেন- ওই প্রকল্পের প্রথম ধাপেই পৌর এলাকার ৭০টি রাস্তা ও ৫টি ড্রেন নির্মাণ করা হবে। এছাড়াও অন্যান্য প্রকল্পের বিষয়ে বিস্তারিত ব্যবসায়ীদের সামনে তিনি তুলে ধরেন। প্রকল্পের কাজগুলো বাস্তবায়নে মেয়র জি কে গউছ ব্যবসায়ীদের সহযোগীতা কামনা করেন।