Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ১ কেজি গাঁজাসহ মহিলা আটক ॥ সাজা প্রদান

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শেখ মহিউদ্দিনের নেতৃত্বে থানা পুলিশ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহায়তায় বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) বিকালে পশ্চিম তিমিরপুর এলাকায় অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ হাছেনা বেগম নামের এক মহিলাকে আটক করেছেন। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে ধৃত মহিলার স্বীকারোক্তি মোতাবেক ১ বছরের সাজা ও দেড় হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। ধৃত হাছেনা বেগম ওই এলাকার সাদির মিয়ার স্ত্রী। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ওই বিকালে উপজেলা নির্বাহী অফিসার এর নেতৃত্বে হবিগঞ্জের মাদক দ্রব্য অধিদপ্তর ও থানা পুলিশের সহায়তায় উপজেলার সদর ইউপির পশ্চিম তিমিরপুর গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই গ্রামের সাদির মিয়ার ঘর তল্লাশী করে ১ কেজি গাজাসহ সাদির মিয়ার স্ত্রী হাছেনা বেগম (৩৫) কে আটক করা হয়। দীর্ঘদিন ধরে হাছেনা বেগম স্বামী সাদির মিয়ার সহযোগিতায় গাঁজা বিক্রি এবং বাড়িতে আড্ডা দিয়ে সেবক করে আসছে। ধৃত হাছেনা বেগম অপরাধ স্বীকার করায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ ধারার অপরাধের দায়ে মোবাইল কোর্ট আইন ২০০৯ এর ৭ (২) অনুযায়ী দোষী সাব্যস্ত করে ১৫০০ টাকা অর্থ দন্ড ও এক (০১) বছর বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযান টের পেয়ে সেবন ও বিক্রয়ে সহযোগী তাঁর স্বামী সাদির মিয়া পালিয়ে যায়। নমুনা আলামত রেখে বিধি মোতাবেক গাজা ধ্বংস করা হয়। প্রসিকিউশন সহায়তা প্রদান করে মোঃ মাহমুদুল্লাহ, ইন্সপেক্টর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃংখলা রায় সহায়তা করেন নবীগঞ্জ থানা পুলিশ।