Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মতবিনিময়কালে ডাঃ মুশফিক হোসেন চৌধুরী ॥ গ্রামে শহরের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী বলেছেন-বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নির্দেশে দেশের উন্নয়ন হচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বলেছিলেন গ্রাম হবে শহর। গ্রামে শহরের নাগরিক সুযোগ-সুবিধা বৃদ্ধির মাধ্যমে এসডিজির ল্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকা সড়কের মাধ্যমে সব গ্রামকে জেলা-উপজেলা শহরের সঙ্গে সংযুক্ত করা হচ্ছে। ছেলেমেয়েরা উন্নত পরিবেশে লেখাপড়ার সুযোগ পাবে। সুপেয় পানি এবং উন্নত মানের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নিশ্চিত হচ্ছে। সুস্থ বিনোদন ও খেলাধুলার জন্য অবকাঠামো গড়ে উঠবে। কর্মসংসথান গড়ে তোলার জন্য জেলা-উপজেলায় কলকারখানা গড়ে তোলা হচ্ছে। গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছে ইন্টারনেট ও তথ্যপ্রযুক্তির সুযোগ-সুবিধা। তিনি গতকাল বৃহস্পতিবার তার কার্যালয়ে বাহুবল উপজেলার বিভিন্ন শ্রেণীর পাশের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন- উন্নত জীবনব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, জীবিকার সন্ধানে এবং ব্যবসা-বাণিজ্য করার নামে গ্রামের মানুষ আর শহরে ভিড় করবে না। দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে বিদ্যুৎ। আধুনিক শিক্ষায় আলোকিত হবে প্রতিটি গ্রাম। অত্যাধুনিক চিকিৎসাসেবা পৌঁছে যাবে প্রতিটি গ্রামে। আমার গ্রাম হবে আমার শহর। এর মাধ্যমে আগামী পাঁচ বছরে জিডিপি ১০ শতাংশে উন্নীত হবে। ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালন করে বাংলাদেশ হবে মধ্যম আয়ের দেশ। ২০৩০ সালে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হবে ৫ হাজার ৪৭৯ মার্কিন ডলারের বেশি। ২০৪১ সালে উন্নত দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়াবে বাংলাদেশ। দারিদ্র্যের হার নেমে যাবে শূন্যের কোঠায়। সাক্ষাত বাহুবলের নেতৃবৃন্দ জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ মুশফিক হুসেন চৌধুরী কাছে তাদের এলাকার উন্নয়নে বিভিন্ন দাবি-দাবা তুলে ধরলে তিনি তা বাস্তবায়নের আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন মীরপুর ইউনিয়নের মেম্বার শামীম আহমেদ, সাজিদ মিয়া, সুমন মিয়া, গাবরু মিয়া, শাহিদুল ইসলাম, রনি দেব, আলফু মিয়া, বাবু মিয়া, যুবলীগ নেতা ইমন আহমেদ, অলিউর রহমান, আক্তার হোসেন প্রমূখ।