Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জের জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরের আওতায় নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নে পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ সেপ্টম্বর) দুপুরে দীঘলবাক ইউনিয়নের কসবা ফেরী নদীতে পোনামাছ অবমুক্তকরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ। বিশেষ অতিথি ছিলেন, হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম, নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাওছার আলম, দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নবীগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ জানান, দীঘলবাক ইউনিয়নের কসবা ফেরী নদীতে ১০৫ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে। মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের অর্থায়নে ২০২১-২২ অর্থ বছরের আওতায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন জলাশয়ে রুই মিগেল,কাতলসহ বিভিন্ন প্রজাতির মোট ৪২৬ কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হয়।