Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নিহত আবিদের পরিবারকে আর্থিক সহায়তা

ছনি চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জ উপজেলায় নিখোঁজের ৪ দিন পর ডোবা থেকে উদ্ধার করা হয় আবিদুর রহমান (১৬) নামে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের লাশ। একমাত্র উপার্জনকারীকে হারিয়ে নিঃস্ব আবিদের পরিবার। সেই পরিবারের পাশে দাড়িঁছেন নবীগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাজমা বেগম। উপজেলা পরিষদের পক্ষ থেকে দেয়া হয়েছে আর্থিক সহায়তা। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার কেলী কানাইপুর গ্রামে নিহত আবিদুর রহমানের বাড়িতে গিয়ে পরিবারকে শান্তনা দেন এবং উপজেলা পরিষদ থেকে ১০ হাজার টাকা অর্থিক সহায়তা প্রদান করা হয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আশ্বাস দেয়া হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মহিউদ্দিন, নবীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ইকবাল আহমেদ বেলাল প্রমুখ। উল্লেখ্য, গত মঙ্গলবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় নবীগঞ্জ শহর থেকে ২ জন যাত্রী নিয়ে উপজেলার গুজাখাইর গ্রামে যায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক কিশোর আবিদুর রহমান এর পর থেকে নিখোঁজ ছিলেন আবিদুর। গত (১ সেপ্টেম্বর) ছেলের সন্ধান চেয়ে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন আবিদুরের পিতা। (৩ সেপ্টেম্বর) শুক্রবার দুপুরে নবীগঞ্জ সদর ইউনিয়নের গোজাখাইর শরিষপুর গ্রামে সড়কের পার্শ্ববর্তী ডুবায় একটি লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদের নেতৃত্বে একদল পুলিশ ও হবিগঞ্জ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে লাশ উদ্ধার করেন আবিদুরের আত্মীয়স্বজন পড়নের শার্ট ও প্যান্ট দেখে মৃতদেহটি আবিদুরের বলে শনাক্ত করেন। (৪ সেপ্টেম্বর ) রাতে সরিষপুর গ্রামের মৃত দরছ আরীর ছেলে ইউনুস মিয়া (৩৫) ও ম”ত আব্দুল মোছাব্বিরের ছেলে জালাল মিয়া (৩২) কে সন্দেহভাজন হিসেবে গ্রেফতার করে পুলিশ। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়।