Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মানবতা বিরোধী অপরাধ নিজামীর মামলার রায় আজ

এক্সপ্রেস ডেস্ক ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলার রায় আজ মঙ্গলবার ঘোষণা করা হবে। বিচারপতি এম ইনায়েতুর রহীম ও বিচারপতি আনোয়ারুল হকের সমন্বয়ে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায় ঘোষণার তারিখ মঙ্গলবার নির্ধারণ করেছে। টানা ৯০ দিন অপেক্ষমান থাকার পর মংগলবার রায় ঘোষণার আদেশ দিলো ট্রাইব্যুনাল। এর আগে গত ২৪ মার্চ নিজামীর মামলায় ট্রাইব্যুনালে দুই পক্ষের যুক্তি উপস্থাপন শেষ হয়। পরে ট্রাইব্যুনাল রায় অপেক্ষাধীন (সিএভি) রাখেন। এর আগে গত বছরের ১৩ ডিসেম্বর নিজামীর মামলার রায় ঘোষনার জন্য অপেক্ষমান রাখা হয়। কিন্তু রায় ঘোষণার আগেই ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি এটিএম ফজলে কবীর অবসরে যান। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন বিচারপতি এনায়েতুর রহিম। তিনি দুপক্ষকে নতুন করে যুক্তি উপস্থাপনের আদেশ দেন। উল্লেখ্য জামায়াতের আমীর মাওলানা নিজামীকে এর আগে চট্টগ্রামের জেলা জজ আদালত দশ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির আদেশ দিয়েছে।
২০১১ সালের ১১ ডিসেম্বর মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউশন। ২০১২ সালের ৯ জানুয়ারি এ আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। এর ২৮ মে ১৬টি অভিযোগ এনে নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আদালত। তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় হত্যা, লুট, র্ধষণ, উস্কানি ও সহায়তা, পরিকল্পনা ও ষড়যন্ত্র এবং বুদ্ধিজীবী হত্যাসহ মোট ১৬টি অভিযোগ আনা হয়।
ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার মামলায় ২০১০ সালের ২৯ জুন মতিউর রহমান নিজামীকে গ্রেফতার করা হয়।