Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মালিকের সাথে রক্ষকের বেঈমানী ৫ কোটি টাকার মূল্যের উচাইল মার্কেটের ভূমি প্রতারণা করে বিক্রি

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় ৫ কোটি টাকার মূল্যের উচাইল মার্কেটের ভূমি প্রতারণা করে নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সাইফুল আহমেদ। মার্কেটের মালিক লন্ডন প্রবাসী ডাক্তার আফজাল হোসেনের আপত্তি উপেক্ষা করে সদর উপজেলা সাবরেজিষ্ট্রার বশীভূত হয়ে দলিল রেজিষ্ট্রি সম্পাদন করে দেন। উচাইল মার্কেটের মালিক সদর উপজেলার উচাইল গ্রামের লন্ডন প্রবাসী ডাক্তার আফজাল হোসেনের পক্ষে তাঁর ভাগ্নে মোঃ কামরুল হাসান গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। বক্তব্যে কামরুল হাসান বলেন, তাঁর মামা ডাক্তার আফজাল হোসেন ওয়রিশান সূত্রে উক্ত মার্কেটের ১ একর ২৫ শতকের মধ্যে ৪৪ শতক ভূমির মালিক। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে সপরিবারে বসবাস করছেন। লন্ডনে বসবাস করার সুবাদে তার সাথে পরিচয় হয় হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রইছের পুত্র সাইফুল আহমদের। পরিচয়ের সুবাদে তাদের মাঝে সম্পর্ক ঘনিষ্ট হয়। গত বছর ডাঃ আফজাল হোসেন সরল বিশ্বাসে তার মালিকানাধীন মার্কেট ও ভূমির দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ এমনকি বিক্রি করার ক্ষমতা দিয়ে সাইফুল আহমদকে হবিগঞ্জ এসআর অফিসে পাওয়ার অব এটর্নী নিযুক্ত করেন। যার নং ২৯১৯/২০১৩ইং। সাইফুল আহমদ এ সুযোগকে কাজে লাগিয়ে মূল্যবান এ ভূমি আত্মসাতের দুরভীসন্ধিতে মেতে উঠেন। এক পর্যায়ে গত ৩১ মার্চ সাইফুল আহমদ তাঁর স্ত্রীর ভাই সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের নিকট নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। উক্ত ভূমি আত্মসাতের ঘটনা আঁচ করতে পেরে মার্কেটের মালিক ডাঃ আফজাল হোসেন ১৯ মার্চ রেজিষ্ট্রারী ডাকযোগে পাওয়ার অব এটর্নী বাতিলের আবেদন করেন। সাব রেজিষ্ট্রার ২০ মার্চ ওই আবেদন রিসিভ করেন। উক্ত নোটিশটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি আকারেও প্রকাশিতও হয়। এরপরও সদর উপজেলা সাবরেজিষ্ট্রার ইলিয়াছ হোসেন সাইফুলের বশীভূত হয়ে ৩১ মার্চ উল্লেখিত মার্কেটের ভূমি রেজিষ্ট্রি সম্পাদন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো জানানো হয় যে, রেজিষ্ট্রিকৃত ২০ শতক ভূমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। সাব রেজিষ্ট্র্রার মোটা অংকের ঘুষ গ্রহন করে ৫ কোটি টাকার এই সম্পদ মাত্র ৯৬ লাখ ৭৮ হাজার টাকায় বিক্রি করে রেজিষ্ট্রি করে দেন। এতে আরো জানানো হয়, আমমোক্তারনামার প্রদত্ত ক্ষমতা বলে হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে সাইফুল আহমেদ ও জামাল উদ্দিনের বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন ডাঃ আফজাল হোসেন। মামলা নং-৪৪/২০১৪ইং। এ প্রেক্ষিতে আদালত তাদেরকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। বর্তমানে মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সাইফুল আহমেদ ও তার সহযোগি জামাল উদ্দিন মার্কেটের মালিক ডাঃ আফজাল হোসেনের সম্পত্তি দখলের জন্য তার সাঙ্গপাঙ্গদের দিয়ে চেষ্টা চালাচ্চেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ডাঃ আফজাল হোসেনের ভাগ্নে কামরুল হাসান ছাড়াও তার পক্ষে লন্ডনীর খালাতো ভাই মাহবুবুল হাসান চৌধুরী মহসিন, মোহাম্মদ আলী টিপু ও আজদু মিয়া উপস্থিত ছিলেন।স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শায়েস্তানগর এলাকায় ৫ কোটি টাকার মূল্যের উচাইল মার্কেটের ভূমি প্রতারণা করে নামমাত্র মূল্যে বিক্রি করে দিয়েছেন রক্ষণাবেক্ষণের দায়িত্বপ্রাপ্ত সাইফুল আহমেদ। মার্কেটের মালিক লন্ডন প্রবাসী ডাক্তার আফজাল হোসেনের আপত্তি উপেক্ষা করে সদর উপজেলা সাবরেজিষ্ট্রার বশীভূত হয়ে দলিল রেজিষ্ট্রি সম্পাদন করে দেন। উচাইল মার্কেটের মালিক সদর উপজেলার উচাইল গ্রামের লন্ডন প্রবাসী ডাক্তার আফজাল হোসেনের পক্ষে তাঁর ভাগ্নে মোঃ কামরুল হাসান গতকাল সোমবার বিকেলে হবিগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব অভিযোগ করেন। বক্তব্যে কামরুল হাসান বলেন, তাঁর মামা ডাক্তার আফজাল হোসেন ওয়রিশান সূত্রে উক্ত মার্কেটের ১ একর ২৫ শতকের মধ্যে ৪৪ শতক ভূমির মালিক। তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে সপরিবারে বসবাস করছেন। লন্ডনে বসবাস করার সুবাদে তার সাথে পরিচয় হয় হবিগঞ্জ সদর উপজেলার ফান্দ্রাইল গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রইছের পুত্র সাইফুল আহমদের। পরিচয়ের সুবাদে তাদের মাঝে সম্পর্ক ঘনিষ্ট হয়। গত বছর ডাঃ আফজাল হোসেন সরল বিশ্বাসে তার মালিকানাধীন মার্কেট ও ভূমির দেখাশুনা ও রক্ষণাবেক্ষণ এমনকি বিক্রি করার ক্ষমতা দিয়ে সাইফুল আহমদকে হবিগঞ্জ এসআর অফিসে পাওয়ার অব এটর্নী নিযুক্ত করেন। যার নং ২৯১৯/২০১৩ইং। সাইফুল আহমদ এ সুযোগকে কাজে লাগিয়ে মূল্যবান এ ভূমি আত্মসাতের দুরভীসন্ধিতে মেতে উঠেন। এক পর্যায়ে গত ৩১ মার্চ সাইফুল আহমদ তাঁর স্ত্রীর ভাই সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের নিকট নামমাত্র মূল্যে বিক্রি করে দেন। উক্ত ভূমি আত্মসাতের ঘটনা আঁচ করতে পেরে মার্কেটের মালিক ডাঃ আফজাল হোসেন ১৯ মার্চ রেজিষ্ট্রারী ডাকযোগে পাওয়ার অব এটর্নী বাতিলের আবেদন করেন। সাব রেজিষ্ট্রার ২০ মার্চ ওই আবেদন রিসিভ করেন। উক্ত নোটিশটি স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি আকারেও প্রকাশিতও হয়। এরপরও সদর উপজেলা সাবরেজিষ্ট্রার ইলিয়াছ হোসেন সাইফুলের বশীভূত হয়ে ৩১ মার্চ উল্লেখিত মার্কেটের ভূমি রেজিষ্ট্রি সম্পাদন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আরো জানানো হয় যে, রেজিষ্ট্রিকৃত ২০ শতক ভূমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ৫ কোটি টাকা। সাব রেজিষ্ট্র্রার মোটা অংকের ঘুষ গ্রহন করে ৫ কোটি টাকার এই সম্পদ মাত্র ৯৬ লাখ ৭৮ হাজার টাকায় বিক্রি করে রেজিষ্ট্রি করে দেন। এতে আরো জানানো হয়, আমমোক্তারনামার প্রদত্ত ক্ষমতা বলে হবিগঞ্জের বিজ্ঞ যুগ্ম জেলা জজ ১ম আদালতে সাইফুল আহমেদ ও জামাল উদ্দিনের বিরুদ্ধে দেওয়ানী মামলা দায়ের করে অস্থায়ী নিষেধাজ্ঞার প্রার্থনা করেন ডাঃ আফজাল হোসেন। মামলা নং-৪৪/২০১৪ইং। এ প্রেক্ষিতে আদালত তাদেরকে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেন। বর্তমানে মামলা ও অস্থায়ী নিষেধাজ্ঞার দরখাস্তটি বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। সাইফুল আহমেদ ও তার সহযোগি জামাল উদ্দিন মার্কেটের মালিক ডাঃ আফজাল হোসেনের সম্পত্তি দখলের জন্য তার সাঙ্গপাঙ্গদের দিয়ে চেষ্টা চালাচ্চেন বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়। সংবাদ সম্মেলনে ডাঃ আফজাল হোসেনের ভাগ্নে কামরুল হাসান ছাড়াও তার পক্ষে লন্ডনীর খালাতো ভাই মাহবুবুল হাসান চৌধুরী মহসিন, মোহাম্মদ আলী টিপু ও আজদু মিয়া উপস্থিত ছিলেন।