Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বানিয়াচংয়ের তরুনী নড়াইল থেকে উদ্ধার

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ রং নাম্বারে মোবাইলে ফোন। অতঃপর পরিচয়। প্রেমালাপ। প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের আশ্বাস। ঘটনাটি ঘটেছে হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, প্রায় ৪ মাস আগে বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের যাত্রাপাশা গ্রামের ৮ম শ্রেণিতে পক্ষুয়া জনৈক ছাত্রী (১৫) এর সাথে মোবাইল রং নম্বর পরিচয় হয় নড়াইল জেলার মোঃ এনামুল বিশ্বাসের। কথিত ওই প্রেমিক গত রোববার (২৯ আগস্ট) সকাল ৭টায় ওই ছাত্রীকে বানিয়াচং থেকে অপহরণ করে নিয়ে যায়। এ দিকে মেয়েকে খোঁজে না পেয়ে বানিয়াচং থানায় একটি সাধারণ ডায়েরী করা হয় মেয়েটির পরিবারের পক্ষ থেকে। তাৎক্ষনিক বিয়ষটি আমলে নিয়ে তড়িৎ ব্যবস্থা নিতে অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন দায়িত্ব দেন এসআই রাকিব হোসেনকে। প্রযুক্তির সহায়তায় পুলিশ নিশ্চিত হয় কথিত প্রেমিক এনামুল বিশ^াসের অবস্থান। অবস্থান নিশ্চিত হয়ে সোমবার নড়াইল জেলার সদর থানা পুলিশের সহায়তায় অপহরণকারী এনামুল বিশ^াসকে গ্রেফতার করা হয়। সাথে উদ্ধার করা হয় ভিকটিমকে। গতকাল নড়াইল থেকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। এ বিষয়ে ওই ছাত্রীর মা বাদী হয়ে বানিয়াচং থানায় এনামুল বিশ^ামকে আসামী করে একটি অপহরণ মামলা (মামলা নং ০১, তারিখ ০১/০৯/২১) দায়ের করেন। গতকাল বুধবার বানিয়াচং থানা পুলিশ গ্রেফতারকৃত এনামুল বিশ^াসকে আদালতে সোর্পদ করলে বিজ্ঞ আদালতে তাকে জেল হাজতে প্রেরণ করেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসাইন’র সাথে আলাপকালে তিনি জানান, অভিযোগটি পাওয়ার সাথে সাথেই পুলিশি তৎপরতা শুরু করি। সম্ভাব্য সকল বিষয়কে মাথায় রেখেই আমরা তদন্ত কার্যক্রম চালিয়ে যাই। খুব দ্রুততার সহিত আসামীর অবস্থান নিশ্চিত হয়ে আমরা অভিযান পরিচালনা করে অপহরণকারী এনামুল বিশ^াসকে নড়াইল থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তিনি আরো বলেন, প্রত্যেক অভিভাবককে তাদের সন্তানদের প্রতি বিশেষ নজর দিতে হবে, তাদের ছেলে মেয়ে কখন কি করছে এ বিষয়ে খোজ খবর রাখতে হবে। তিনি এ ব্যাপারে অভিভাবকদের আরো দায়িত্বশীল হওয়ার পরামর্শ দেন।