Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের চাকলাপুঞ্জিতে ব্রিজের অপেক্ষায় ৬ বছর

চুনারুঘাট প্রতিনিধি ॥ একটি ব্রিজের অপেক্ষায় ৬ বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছে চুনারুঘাটের চাকলাপুঞ্জি চা বাগানবাসী। ৪ হাজারেরও বেশী শ্রমিকের যাতায়াতের পথ এখানে। ঝুকিঁপুর্ণ কাঠের সেতু দিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, মসজিদ ও হাট-বাজারে প্রতিনিয়ত যেতে হচ্ছে বাগানবাসীর। তারা বারবার ছুঠেছেন জনপ্রতিনিধিদের কাছে। নির্বাচনের সময় সবাই আশ্বাস দেন। কিন্তু নির্বাচিত হয়েই ভুলে যান প্রতিশ্রুতির কথা।
স্থানীয় দেওরগাছ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব চৌধুরী শামসুন্নাহার জানান, চুনারুঘাট উপজেলার মধ্যে চাকলাপুঞ্জিবাসিরা খুবই অবহেলিত। ব্রিজ, রাস্তা বলতে কিছুই নেই এখানে। একজন ইউপি চেয়ারম্যানের পক্ষে পাকা সড়ক ও ব্রিজ নির্মাণ আদৌ কি সম্ভব। তিনি বারবার ব্রিজ নির্মাণের বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের নজরে এনেছেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।
উপজেলা সহকারী প্রকৌশলী আবুল কালাম জানান, ব্রিজটি একটি খর¯্রােতা ছড়ার উপর। পাহাড়ী ঢল আসলে বালি ও পানি এসে জোরে আঘাত করে। ফলে বছরের পর বছর ভাঙ্গতে থাকে। তবে ১শ মিটার ব্রিজের প্রজেক্টে এই ব্রিজটি নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিছু দিনের মধ্যে বাস্তবায়নের আশা করা যায়।
ব্রিজটি নির্মাণ হলে দুর্ভোগ লাঘব হবে এ আশায় বুক বেধে আছে হাজার হাজার চা শ্রমিক ও বাগানবাসীর।