Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখো ভক্তকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন পীর সাহেব সৈয়দ দুলাল মিয়া

স্টাফ রিপোর্টার ॥ লাখো ভক্তকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন হবিগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী সুলতানশীর দরবার-এ হায়দার হাবেলীর পীর সাহেব সৈয়দ গোলাম নবী হোসাইনী চিশতী ওরফে সৈয়দ দুলাল মিয়া। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টায় সুলতানশী মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে হবিগঞ্জ জেলাসহ দেশের বিভিন্ন স্থানের হাজার হাজার ভক্তবৃন্দের ঢল নামে। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমের পুত্র সৈয়দ গোলাম সারোয়ার হোসাইন চিশতী ওরফে সৈয়দ রুবেল মিয়া। পরে পারিবারিক কবর¯’ানে মরহুমের লাশ দাফন করা হয়। এর আগে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আউয়াল, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ ফয়েজ, হবিগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রহমান, পইল ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ, নিজামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ তাজ উদ্দিন, লস্করপুর ইউনিয়ন চেয়ারম্যান মাহবুবুর রহমান হিরো, সাবেক চেয়ারম্যান মোঃ আমজাদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল জলিল, এডভোকেট মইনুল হাসান দুলাল, সাবেক মেম্বার মাহমদু হাসান, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোঃ ফরিদ মিয়া ও সুজন আহমেদ প্রমুখ।
এর আগে সোমবার (৩০ আগষ্ট) দিবাগত রাত ১১টা ৫০ মিনিটে তিনা সিলেট উইমেন্স মেডিকেল কলেজে চিকিৎসাধিন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৭৫ বছর।
তিনি স্ত্রী, ২ ছেলে ও ২ কন্যা সন্তান, হাজার হাজার মুরিদান ভক্তবৃন্দসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগাহী রেখেছেন। উল্লেখ্য, তিনি কয়েকদিন ধরে শ্বাসকষ্টে ভোগছিলেন। গত ২২ আগষ্ট তিনি শ্বাসকষ্ট জনিত কারনে সিলেট উইমেন্স মেডিকেল কলেজে ভর্তি হন। এদিকে, সোমবার রাতে পীর সাহেব সৈয়দ দুলাল মিয়ার মৃত্যুর খবর শুনে আত্মীয়-স্বজন ও ভক্তবৃন্দরা বুকফাটা কান্নায় ভেঙ্গে পড়েন। মরহুমের লাশ বাড়িতে আসার পূর্বেই আশে-পাশের ভক্তবৃন্দরা সুলতানশী মাঠে ভীড় জমান।