Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জ ফরমালিন মুক্ত করতে অভিযান অব্যাহত ৪ টি বাজারে ৩ ব্যবসায়ীকে জরিমানা ব্যাপক পন্য বিনষ্ট

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলাকে ফরমালিন মুক্ত করতে সাড়াশি অভিযানের অংশ হিসাবে গতকাল সোমবার বিকালে নবীগঞ্জ-হবিগঞ্জ রোডের পূর্ব তিমিরপুর, ইমামবাড়ী বাজার ও নবীগঞ্জ-শেরপুর রোডের বাংলা বাজার ও নবীগঞ্জে শহরে অভিযান চালিয়ে পরীক্ষা করে প্রায় ৩ মন ফরমালিন যুক্ত আম বিনষ্ট করা হয়েছে। ভ্রাম্যামান আদালত এ সময় ৩ ব্যবসায়ীর কাছ থেকে ফরমালিনযুক্ত পন্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার ও সংরক্ষন আইনে ১ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করেছেন। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ লুৎফর রহমানের নেতৃত্বে এ সাড়াশি অভিযানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে। বিকাল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় পূর্ব তিমির পুর বাজারের ফল ব্যবসায়ী রহমত মিয়াকে ৫ শত টাকা, নবীগঞ্জ শহরের আম ব্যবসায়ী হিরনময় চৌধুরীকে ৫ শত এবং জালাল মিয়াকে ৫ শত টাকা জরিমানা করা হয়। এ সময় ফরমালিনযুক্ত ব্যাপক পরিমান আম রাস্তায় ফেলে ধ্বংস করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনার কালে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা সেনেটারী অফিসার নুরে আলম সিদ্দিকী, নবীগঞ্জ থানার এস আই মোঃ নজরুল ইসলাম অফিস সহকারী আব্দুল কায়ূম, নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ সেলিম তালুকদার প্রমূখ।