Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে বৃদ্ধ নুর খুনের মামলা এখন সিআইডি’তে

ইনাতগঞ্জ (নবীগঞ্জ) সংবাদদাতা ॥ নবীগঞ্জ উপজেলার ২নং পুর্ব বড়ভাখৈর ইউনিয়নের শৈলা গ্রামের বৃদ্ধ নুর মিয়া (৬০) হত্যা মামলাটি সিআইডিতে ন্যাস্থ করা হয়েছে। মামলার বিবরন ও বাদীর লিখিত বক্তব্যে জানা যায়, বৃদ্ধ নুর মিয়ার ছেলে নাছির মিয়া (১০) গত দেড় বছর ধরে একই এলাকার হরিনগর গ্রামের এনাম আলীর বাড়ীতে দিনমজুরের চাকরী করতো। গত ২০১২ সনের ২৮ অক্টোবর নুর মিয়া এবং তার স্ত্রী আছকা বেগম ছেলের মজুরীর পাওনা টাকা আনার জন্য এনামের বাড়ীতে যায়। এ নিয়ে এনাম ও নুর মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নুর মিয়া এবং তার স্ত্রী সহ শিশু ছেলে নাছিরকে মারধর করে। আহত অবস্থায় বাড়ী যাবার পর নুর মিয়া মারা যায়। নুর মিয়ার স্ত্রী ও নাছির আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেয়। উক্ত ঘটনায় নুর মিয়ার স্ত্রী আছকা বেগম বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন (মামলা নং ৩৫১/১২)। বিজ্ঞ আদালত নবীগঞ্জ থানাকে আইনানুগ ব্যবস্থা নিতে আদেশদেন। এদিকে মামলার তদন্তকারী কর্মকর্তা নবীগঞ্জ থানার এস আই জিয়াউল হককে মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয়। প্রায় ২ বছর ধরে ঢিমেতালে চলে মামলার তদন্ত কাজ। বাদীর অভিযোগ আসামী পক্ষের দ্বারা তুষ্ট হয়ে তদন্তকারী কর্মকর্তা মামলার তদন্তকার্যক্রম ফেলে রাখেন। এ অবস্থায় বাদীনি আদালতের স্বরনাপন্ন হলে বিজ্ঞ আদালত মামলাটি তদন্তের জন্য সি.আই.ডি তে হস্তান্তরের আদেশ দেন। বাদীনি এখন চরম নিরাপত্তাহীনতায় আছেন।