Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ে মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময়

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় লাখাই উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের বাস্তবায়নে উপজেলা পরিষদের সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ২৮ আগষ্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত সাত দিন ব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহের এবারের প্রতিবাদ্য বিষয় “বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি”। মতবিনিময় সভা পরিচালনা করেন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা বোরহান উদ্দিন ও সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার। বক্তব্য রাখেন লাখাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, লাখাই প্রেসক্লাবের সভাপতি অ্যাভোকেট আলী নেওয়াজ, সাংবাদিক মহসিন সাদেক, আশীষ দাশ গুপ্ত, বিল্লাল, নিতেশ দেব, জুনাঈদ চৌধুরী, সুমন আহমেদ বিজয়, সুশীল দাস, আতাউর রহমান ইমরান, তৌহিদ মোল্লা প্রমুখ। সাতদিনব্যাপী মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলায় পুকুরে মাছ অবমুক্তকরন, প্রান্তিক পর্যায়ে মৎস্যচাষি ও মৎস্যজীবিদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ, মৎস্য চাষীদের প্রশিক্ষন, মাছ চাষীদের মাটি ও পানি পরীক্ষা করা, ভিডিও কনফারেসিং এর মাধ্যমে মতবিনিময় ও মৎস্য সপ্তাহ সমাপনী করা হবে বলে জানান উপজেলা মৎস্য কর্মকর্তা।