Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটে পানিতে পড়ে এক মৃগী রোগীর মৃত্যু

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে পানিতে পড়ে মৃগী রোগী খোকন (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের কেউন্দা গ্রামে এু ঘটনা ঘটে। মৃগী রোগী খোকন তার বাড়ির পাশে ধান ক্ষেতে মাছ ধরতে গিয়েছিল। স্থানীয়রা ওই ধান ক্ষেত থেকে খোকনের মরদেহ উদ্ধার করে। সে কেউন্দা গ্রামের মৃত আঃ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ছোটবেলা থেকেই খোকনের মৃগী রোগ ছিল। রোগ উঠলে সে শরীরের ভারসাম্য হারিয়ে যেকোনো জায়গায় পড়ে যেত। তার পরিবারের পক্ষ থেকে অনেক বার চিকিৎসা করালেও খোকনের কোনো উন্নতি হয়নি। ওয়ার্ড মেম্বার সানু মিয়া জানান, খোকন খুব সহজ-সরল প্রকৃতির ছেলে ছিল। সে বহুদিন ধরে মৃগী রোগে ভোগছিল। বৃহস্পতিবার সকালে সে মাছ ধরতে েেত গিয়েছিল। সম্ভবত ওই সময় তার রোগ উঠে। ফলে পানিতে পড়েই তার মৃত্যু হয়। এছাড়াও খোকনের মৃগী রোগ দুই-তিন দিন ধরে ক্রমান্বয়ে উঠছে বলে জানিয়েছেন তার পরিবারের লোকজন। এদিকে খোকনের বড় বোন পিয়ারা খাতুনও বললেন একই কথা। মাছ ধরতে গিয়ে মৃগী রোগের কারণেই মারা গেছে খোকন, বলে জানান তিনি।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ আলী আশরাফ বলেন- ‘আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। খোকনের পরিবার বলছে, তার মৃগী রোগ ছিল। রোগ উঠে পানিতে পড়ে মৃত্যুবরণ করেছে।’ তিনি বলেন-‘তার মরদেহ থানায় আনা হয়েছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে।’